North 24 Parganas News: হাড়োয়ার তৃণমূল বিধায়কের আয়োজিত বিজয়া সম্মিলনীতে গরহাজির একাধিক নেতা ! ফের TMC-র 'গোষ্ঠীদ্বন্দ্ব' প্রকাশ্যে
HAROA TMC Inner Clash : ফের বিজয়া সম্মিলনী ঘিরে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'!

উত্তর ২৪ পরগনা: ফের বিজয়া সম্মিলনী ঘিরে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'! হাড়োয়ার বিধায়কের আয়োজিত বিজয়া সম্মিলনীতে গরহাজির একাধিক নেতা। গতকাল তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের উদ্যোগে বেলিয়াঘাটা বাজারে বিজয়া সম্মিলনী। বিজয়া সম্মিলনীতে ডাক না পাওয়ার অভিযোগ জেলার একাধিক তৃণমূল নেতার। গরহাজির ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান-সহ দলের একাধিক নেতা। আমন্ত্রণই পাননি, দাবি গরহাজির তৃণমূল নেতা-নেত্রীদের। গোষ্ঠীদ্বন্দ্বর কথা অস্বীকার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের। যদিও কোন্দলের কথা কার্যত স্বীকার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় !
তৃণমূলের বিজয়া সম্মিলনী। উপলক্ষ্য় দলের ভিত মজবুত করা। অথচ, সেখানেই বারবার প্রকাশ্য়ে চলে আসছে তৃণমূল নেতাদের মাঝের সম্পর্কের 'তিক্ততা'। বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর..মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনা। বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে দিকে দিকে প্রকাশ্য়ে আসছে তৃণমূলের কোন্দল। এই আবহে এবার হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আমন্ত্রণ না জানিয়ে বিজয়া সম্মলনী করার অভিযোগে শুরু হল বিতর্ক। শনিবার বেলিয়াঘাটা বাজারে একটি অনুষ্ঠানগৃহে তৃণমূল বিধায়কের উদ্য়োগে বিজয়া সম্মিলনী ছিল।তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে উপপ্রধানের দাবি, হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম নিজের বৃত্তের লোকেরদেরকে ডেকেই সেরে ফেলেছেন বিজয়া সম্মিলনী।
দেগঙ্গা ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ বিশ্বাস বলেন, আজকে যে বিজয়া সম্মিলনী হচ্ছে আমি ব্লক সভাপতি আমি জানি না। আমার ব্লকে চারটে অঞ্চল, চারটে অঞ্চলের সভাপতি জানে না। আমার ব্লকের ৬৭ জন সদস্য় আছে, তার মধ্য়ে ৫৬ জন মেম্বার জানে না। বুথ সভাপতিরা জানে না।পঞ্চায়েত সমিতির তিনজন কর্মাধ্য়ক্ষ আছে আমার দেগঙ্গা ব্লকে তারাও জানে না। হয়তো বিধায়ক সাহেবের ইন্ধনের সম্মেলন হচ্ছে। উনি রাজনীতি সম্পর্কে কতটুকু সচেতন আমার জানা নেই। এরা কবে দলে এসে নেতা হয়ে গেল, আসলে দলের... বুঝবে না। চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, আজকে যে বিজয়া সম্মিলনী হচ্ছে আমাদের ব্লকে। সেটা আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলনী হচ্ছে। এটা যারা আমরা আজকে বুথস্তরে তৃণমূল কংগ্রেস করি, আমরা ঠিক বুঝতে পারছি না। দলের মধ্য়ে দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে।
বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে দলের উদ্দেশ্য়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি। বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দিম বলেন, এখানে এসে আরেকটা অভিজ্ঞতাও আমার হল। অনেকের সঙ্গে পরিচয় আছে, যারা আজকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আসেনও। তাঁদের উদ্দেশে একটা বার্তা রইল, বিজয়া সম্মিলনী ব্য়ক্তিগতভাবে কারও অনুষ্ঠান নয়। এটা দলের অনুষ্ঠান। নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং আমাদের দলের সেনাপতি, সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দিয়েছেন, এটা রবিরও অনুষ্ঠান নয়। এটা ... অনুষ্ঠান নয়। গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম।
হাড়োয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক রবিউল ইসলাম বলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের কোনও গোষ্ঠী নেই। গোষ্ঠী একটাই সেটা তৃণমূল কংগ্রেস। এখানে দুটো অনুষ্ঠান হয়েছে আপনারা দেখেছেন। যদি কেউ না এসে থাকে ২,১ জন। আপনারা দেখেছেন প্রায় সবাই আছে। তাদের কারণ আছে। সেটা আমাদের দলের নেতৃত্বকে জানিয়ে দেবে। বিজেপি রাজ্য় কমিটি সদস্য় শঙ্কর চট্টোপাধ্য়ায় বলেন,হাড়োয়া তৃণমূল কংগ্রেসের যে বিভাজন, যে গোষ্ঠীদ্বন্দ্ব একবার প্রমাণিত হল বিজয়া সম্মিলনী উপলক্ষ্য়ে। বিধায়কের ডাকা বিজয়া সম্মিলনীতে নেতৃত্ব, প্রধাব, উপপ্রধান থেকে শুরু করে সবাই গরহাজির। গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায় হাড়োয়াতে। এর আগে একাধিকবার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে লেখা লিফলেট দেখা যায় হাড়োয়ায়। আর এবার বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে প্রকাশ্য়ে আসে কোন্দল।






















