North and South Dinajpur Weather Update: সকালে গরম-দুপুরে বৃষ্টি ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: আজ দিনভর মেঘলা থাকবে উত্তর দিনাজপুরের আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকাল ৯টাতেই জেলার তাপমাত্রা ছাড়িয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
Weather Update: আজ দিনভর মেঘলা থাকবে উত্তর দিনাজপুরের আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকাল ৯টাতেই জেলার তাপমাত্রা ছাড়িয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮০ শতাংশ। বাতাস বইছে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে। হাওয়া মোরগ বলছে, আজ সকাল থেকে তাপমাত্রা বাড়লেও দুপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরে।
South Dinajpur Weather update: পূর্বাভাস বলছে, আজ সকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণে। এদিন সকাল ১০ টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭০ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৩ কিলোমিটার। হাওয়া অফিস জানাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায়। বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি।
West Bengal Weather: নিম্নচাপ কোথায় অবস্থান করছে ?
অন্যদিকে, কলকাতায় ফের নিম্পচাপের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে শুক্রবার সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে। এর প্রভাবে শুক্র ও শনিবার ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
গভীর নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। ১৯ ই আগস্ট সন্ধের দিকে বালাসোর এবং সাগর দ্বীপপুঞ্জের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের পরে এটি উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হতে থাকবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।