North and South Dinajpur Weather Update: গরম না সন্ধ্যেতে স্বস্তির বৃষ্টি ? কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: দিনভর গরমের পর সন্ধ্যেতে বৃষ্টির সম্ভাবনা কম। হাওয়া অফিস বলছে, আকাশে আংশিক মেঘ থাকলেও বৃষ্টি হবে না।
Weather Update: দিনভর গরমের পর সন্ধ্যেতে বৃষ্টির সম্ভাবনা কম। হাওয়া অফিস বলছে, আকাশে আংশিক মেঘ থাকলেও বৃষ্টি হবে না। তবে সন্ধ্যে নামার পরে তাপমাত্রা কিছুটা কমলেও গরমে অস্বস্তি থাকতে পারে। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে জেলায়। দুপুরে তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৬ শতাংশ। সকাল থেকেই জেলার বাতাস বইছে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে। বাতাসের গতিবেগ কম থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে জেলায়।
South Dinajpur Weather update: একই পরস্থিতি তৈরি হয়েছে দক্ষিণেও। গরম বেড়েই চলেছে জেলায়। বিকেলেও তামমাত্রায় খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। জেলার আকাশ আংশিক মেঘ থাকবে রাতেও। সকাল থেকেই দক্ষিণে (South Dinajpur) মেঘলা আকাশ। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৫ শতাংশ। দুপুরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৭ কিলোমিটার। জেলায় বৃষ্টির সম্ভাবনা কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোদ-মেঘের ঘোরাফেরার মাঝেই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অগাস্টের শেষ দিকে এই লাগাতার বৃষ্টি ঘাটতি কিছুটা কমাবে বলেই মনে করছেন আবহবিদরা।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন যাবে ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন যাবে ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।