North and South Dinajpur Weather Update: দুপুর থকেই বৃষ্টি জেলায়, আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: আজ আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে।
Weather Update: আজ আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। দুপুরে বৃষ্টি হতে পারে জেলার বিভিন্ন প্রান্তে। রাতেও চলতে পারে এই বৃষ্টি। হাওয়া অফিস বলছে, আজ দিনভর মেঘলা থাকবে জেলার আকাশ। সকালেই ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে জেলার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭৯ শতাংশ। সকাল থেকেই জেলার বাতাস বইছে ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে।
South Dinajpur Weather update: খুব একটা ব্যতিক্রমী আবহাওয়া দেখা যাবে না দক্ষিণে। এখানে দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। দক্ষিণের সর্বত্র (South Dinajpur) মেঘলা আকাশ। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭৪ শতাংশ। জেলায় ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১০ কিলোমিটার।
কলকাতায় আজকের আবহাওয়া (Weather): দুর্গাপুজোর আগে আর হাতে গোনা কয়েক সপ্তাহ। কেনাকাটা পুরোদস্তুর চালু হয়ে যাওয়ার কথা। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? কী বলছে পারদের ওঠানামা? মহানগরে (Kolkata)আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭৮ শতাংশ।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।