Weather Update: আজ থেকে বাড়বে গরম ! কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: বদলে যাচ্ছে আবহাওয়া। মঙ্গলবার থেকেই ফের গরমের সাক্ষী হতে পারে দুই দিনাজপুর। দিনভর পরিষ্কার আকাশের সঙ্গে সঙ্গী হবে গরম ও আদ্রতা।
Weather Update: বদলে যাচ্ছে আবহাওয়া। মঙ্গলবার থেকেই ফের গরমের সাক্ষী হতে পারে দুই দিনাজপুর। দিনভর পরিষ্কার আকাশের সঙ্গে সঙ্গী হবে গরম ও আদ্রতা। রাতারাতি বদলে যেতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পরিবেশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, গরম পড়লেও সকালে ও রাতে হিমেল হাওয়া বইতে পারে জেলার কিছু অংশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া মোরগ বলছে, সকালে ১৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে দুই দিনাজপুরে। দুপুর তিনটের আগেই জেলার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে গরমের সঙ্গে দোসর হবে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ। ৮৯-৯২ শতাংশের মধ্যে থাকবে আদ্রতার পরিমাণ। অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
চলতি সপ্তাহে বঙ্গেও তাপমাত্রার পারদ বাড়বে। ফেব্রেুয়ারির প্রথম সপ্তাহে শীত পড়লেও এবার বিদায় নেওয়ার পালা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গরম পড়তে শুরু করেছে। সঙ্গে সঙ্গী হচ্ছে ঘাম ও আদ্রতা। গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে ২-৩ ডিগ্রি। আজ সকালে দুই জেলার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণে। এই জেলাতেও আজ বাড়বে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস।সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৯১শতাংশ। ঘণ্টায় ৩কিমি বেগে বইতে পারে দক্ষিণের বাতাস। চলতি সপ্তাহে আরও বাড়বে দুই দিনাজপুরের তাপমাত্রা।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি