North Bengal Flood: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ ! খবর GTA সূত্রে
North Bengal Flood Death Toll Increases : উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ ! আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা : উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ ! জিটিএ সূত্রে মিলল খবর (North Bengal Flood)। ইতিমধ্য়েই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে জলের তোড়ে ভেঙে গিয়েছে উত্তরবঙ্গের সেতু। তলিয়ে গিয়েছে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। এহেন পরিস্থিতিতে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব (CM Mamata Banerjee)।
আরও পড়ুন, রেড রোডে পুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০
জিটিএ সূত্রে খবর, উত্তরে ভয়াবহ বিপর্যয়ে এখনও অবধি ২০ জনের মৃত্যুর খবর মিলেছে । NDRF সূত্রে খবর, এর মধ্যে সারসালিতে দুই জনের মৃত্যু হয়েছে। যশবীরগ্রাম ও মিরিক বস্তিতে দুই জন প্রাণ হারিয়েছেন। ধারগ্রাম ও মেচিতে মৃত ৪ ও মিরিক লেকে মৃতের সংখ্যা ১ জন। মিরিক লেকে নিখোঁজ একাধিক । উত্তরবঙ্গের ভয়াবহ বিপর্যয়ে ইতিমধ্য়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে NDRF. উত্তরবঙ্গে কাজ করছে NDRF-এর ৩ টিম। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মিরিকে কাজ করছে NDRF.মালদা থেকে রওনা দিয়েছে চতুর্থ টিম । পঞ্চম টিমকে পাঠানো হচ্ছে কলকাতা থেকে।
তাসের ঘরের মতো নদীতে মিশে গিয়েছে ঘরবাড়ি
উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ২০। মৃতদের মধ্য়ে হল তিনজন শিশু। লাগাতার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেঙেছে সেতু। তাসের ঘরের মতো নদীতে মিশে গিয়েছে ঘরবাড়ি, ধসে তলিয়ে গিয়েছে একের পর এক রাস্তা। প্রকৃতির কাছে সবকিছুই যেনও এই বিপর্যয়ের মুহূর্তে তুচ্ছ! প্রাণ বাঁচাতে মানুষের মতো জল-যুদ্ধে নেমেছে ডুয়ার্সের বণ্য়প্রাণও। লাগাতার প্রবল বৃষ্টি ও ধসে এখন এরকমই বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ।
ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী, পাহাড় ও ডুয়ার্সে আটকে হাজার-হাজার পর্যটক
ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। দার্জিলিঙের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এগারো জনের মৃতদেহ, জলপাইগুড়িতে মৃতের সংখ্য়া এক। এখনও নিখোঁজ বহু মানুষ। শিলিগুড়ির সঙ্গে দার্জিলিঙের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে NDRF. আর এই পরিস্থিতিতে পাহাড় ও ডুয়ার্সে আটকে পড়েছেন, উৎসবের মরসুমে বেড়াতে যাওয়া হাজার-হাজার পর্যটক।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















