North Dinajpur: বিস্ফোরণে উড়ল কিশোরের বাঁ হাত, কুড়িয়ে পাওয়া ব্যাটারি চার্জারে বিস্ফোরণ
Raiganj News:আহত কিশোর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল এক নাবালক। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের শিয়ালতোড় গ্রামের ঘটনা। বিস্ফোরণে বছর ১৩-র ওই কিশোরের বাঁ হাত উড়ে যায়। মুখেও আঘাত লাগে। কিশোরের মায়ের দাবি, গতকাল বল ভেবে গোলাকার বস্তু বাড়িতে নিয়ে আসে ছেলে। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। আহত কিশোর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Raigung Medical College Hospital) চিকিৎসাধীন। সূত্রের খবর, কুড়িয়ে পাওয়া ওই গোলাকার বস্তুটি আদতে একটি ব্যাটারি চার্জার। সেটিই বিস্ফোরণ ঘটে। পরিবারের তরফে অবশ্য কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কী থেকে বিস্ফোরণ খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় এক মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রটি অন্য পাঁচটি দিনের মতো খেলার মাঝে একটি গোলাকার বস্তু নিয়ে বাড়ি ফেরে। কিছুটা পরে হঠাৎ তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে যায়। কিশোরের মা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর ছেলে। যারপরই দ্রুত তাঁকে নিয়ে ছোটা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এভাবে হঠাৎ বিস্ফোরণ ঘিরে রায়গঞ্জের শিয়ালতোড় এলাকায় তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। এলাকায় রয়েছে উত্তেজনা।
কিছুদিন আগেই বীরভূমের (Birbhum) মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে (Blast), আহত হয় ৩ শিশু। গুরুতর জখম ৩ শিশুকে ভর্তি করা হয় মল্লারপুর হাসপাতালে। সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে উত্তপ্ত জেলা। মাসখানেক আগে মুর্শিদাবাদের লালগোলার (Murshidabad Lalgola) নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। জানা যায়, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে।
চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের। নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় (Coochebehar Mathabhanga) বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি (South 24 Paragana), বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর। এর আগে ১৭ নভেম্বর, টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।