North Dinajpur: ভুয়ো কেন্দ্রীয় সরকারী কর্মচারীর পরিচয়ে আর্থিক প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার ভিটিয়ার গ্রামে।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : ফের কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয় দিয়ে বহু মানুষকে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। যদিও ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে ওই প্রতারককে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার ভিটিয়ার গ্রামে।
আরও পড়ুন - Raiganj: রায়গঞ্জে জমি নিয়ে দুই পরিবারের বিবাদ, যুবককে খুনের অভিযোগ
কেন্দ্রীয় সরকারের কর্মীর পরিচয় দিয়ে প্রতারণা খবর আজ আর নতুন নয়। এর আগেও রাজ্যের অন্যান্য জায়গায় এমন ঘটনার সাক্ষী থেকেছেন সাধারণ মানুষ। ফের একইরকম ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) ব্লকে। স্থানীয় সূত্রের খবর, নিজেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয় দিয়েছিল নির্মল বর্মন নামে অভিযুক্ত ব্যক্তি। কেন্দ্র ও রাজ্য সরকারের ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার মানুষদের কাছ থেকে টাকা তুলছিল সে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রায়গঞ্জ ব্লকের ভিটিহার, অনন্তপুর ক্ষীরাবাড়ি সহ এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের কাছে গিয়ে অভিযুক্ত ব্যক্তি ভাতা পাইয়ে দেওয়ার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল। এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সে মোদী ভাতার দু হাজার টাকা এবং দিদি ভাতার এক হাজার টাকা পাইয়ে দেওয়ার জন্য় বহু মানুষের কাছ থেকে ২০০ টাকা এবং ১০০ টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করিয়েছিল। এলাকার সাধারণ মানুষও তাকে কেন্দ্রীয় সরকারের কর্মী ভেবে বিশ্বাস করে সেই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। এভাবেই ভুয়ো সরকারী কর্মী সেজে দিনের পর দিন সংশ্লিষ্ট গ্রামের কয়েকশো মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা সে তুলেছিল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - Weather Updates: রবি ও সোমবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের
টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরও কোনও ভাতা না পাওয়ায় সন্দেহ দেখা দেয় এলাকাবাসীদের মনে। এদিন ভিটিহার এলাকার একটি চায়ের দোকানে অভিযুক্ত এলে তাকে আটক করে গ্রামবাসীরা। তাঁরাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গ্রেফতার করার পর অভিযুক্ত নির্মল বর্মন জানিয়েছে যে, দু-আড়াই বছর আগে এসব কাজ সে করত। সেই কারণেই গ্রামবাসীরা তার নামে নালিশ ডানিয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে সঠিক তদন্তের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন।