Kolkata Hospital : মল্লিকবাজারের হাসপাতালের ৮ তলার কার্নিসে রোগী, চত্বর জুড়ে চাঞ্চল্য
মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে হঠাৎই চোখ যায় হাসপাতাল কর্মীদের।
কলকাতা : বেলা তখন সাড়ে ১১ টা। হাসপাতালে ধুন্ধুমার। হাসপাতালের রোগী থেকে পরিজন, পথচারী সকলের নজর ঘুরে গেল মল্লিকবাজারের হাসপাতালের দিকে। বলা ভাল হাসপাতালের কার্নিসের দিকে।
মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ( Institute Of Neurosciences Kolkata) হঠাৎই চোখ যায় হাসপাতাল কর্মীদের। কার্নিসে দেখা যায় এক রোগীকে। সকালে এই দৃশ্য দেখে হাসপাতালের নিচে ভিড় জমে যায়।
হাসপাতাল সূত্রে খবর, জানলা দিয়ে বেরিয়ে ৮ তলার কার্নিসে চলে যান ওই রোগী। নিচের দিকে তাকিয়ে তাঁকে হাত নাড়তেও দেখা যায়। নানারকম অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। কে তিনি, কী তার পরিচয়, তা জানা যায়নি। কী উদ্দেশেই বা তিনি উঠে পড়েছেন কার্নিসে তাও জানা যায়নি এখনও। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। ওই রোগীকে উদ্ধারের চেষ্টা চলছে। সকলের নজর এখন চার দিকে। কী করতে চলেছে সে, কোনও ভয়াবহ পরিকল্পনা নেই তো ! নানারকম গুঞ্জন চলছে।
এরপর ঘটনা স্থলে এসে পৌঁছান বাড়ির লোকেরা। তাঁরাও ইশারা করে বুঝিয়ে নামানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু তাকে বুঝিয়েও লাভ হয়নি। তিনি উপর থেকে একেকটি জিনিস চাইতে শুরু করেন। তাঁর কাছে পৌঁছে দেওয়া হয় কোল্ড ড্রিঙ্ক, খাবার। স্কাই লিফট আনা হয়। এরপর তিনি আবার ঝাঁপ দেওয়ার হুমকি দেন। তাই তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। বুঝিয়ে নামানোর চেষ্টা করলেও তিনি নামছিলেন না। তারপর কার্নিস থেকে ঝুলে পড়েন তিনি। প্রায় লাফ দেওয়ার উপক্রম হয়। নিচে জাল আনার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া যায়।
এই ঘটনায় মল্লিক বাজার জুড়ে যানজট তৈরি হয়। মানুষ উদগ্রীব হয়ে তাকিয়ে থাকে, তিনি নামছেন কি না। বাড়ির লোকও আতঙ্কে তাকিয়ে থাকে। কাকুতি মিনতি করতে শুরু করেন তাঁরা। কিন্তু কিছু বোঝানোর চেষ্টা করলেও, ঠিক কী বলতে চাইলেন তিনি , তা বোঝা যায়নি।
View this post on Instagram