PMAY Scam: 'আবাস' তালিকায় 'প্রকৃত প্রাপকদের নাম বাদ..'! সমীক্ষার শুরুতেই বিক্ষোভ রায়দিঘিতে
Raidighi PMAY Scam : আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগ, BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনায়
দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, একদিকে প্রকৃত প্রাপকদের নাম বাদ দেওয়া হচ্ছে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাম তোলা হচ্ছে তালিকায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। BDO জানিয়েছেন, প্রকৃত প্রাপকদের ঘর দিতে জেলা স্তর থেকে আসা তালিকার ভিত্তিতে সমীক্ষা চলছে।
সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ সামনে আসছে। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখান স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারা। কোথাও তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই। কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ। একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ উঠল দুই জেলায়। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুললেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হুগলির গোঘাটের ২ নম্বর ব্লক অফিসে গ্রামবাসীদের বিক্ষোভেও সামিল হন তিনি। পঞ্চায়েত সদস্যর সঙ্গে ছিলেন তাঁর স্বামীও।
মান্দারণ গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেত্রী ও সদস্য রুকসত পারভিন বলেন,যখন সার্ভে করতে এসেছে তখন প্রচুর লোক আমার বাড়িতে গেছে, সবাই বলছে আমাকে ত্রিপল দেয়নি কেন? বাড়ি দেয়নি কেন? সেই জন্য বিডিও সাহাবের কাছে এসে, এদের একটা বাড়ির ব্যবস্থা করে দিন। যাদের পাওয়ার যোগ্য নয়, তাদের সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের স্বামী শেখ বসির আলি বলেন, কোনও গরীব মানুষের যাদের বাড়িতে জল পড়ছে তাদের একটি ত্রিপল দেওয়া কী তাদের বাড়ি ভাঙল...পক্ষপাতিত্ব হয়েছে। তালিকায় সঠিক উপভোক্তাদের নাম নেই বলে সরব হয়েছেন গ্রামবাসীরাও।
আরও পড়ুন, দ্রোহের কার্নিভালের পর ৪ নভেম্বর বাড়িতে বাড়িতে দ্রোহের আলো জ্বালো
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।