Primary TET : দ্রুত নিয়োগের দাবি, রুটি হাতে নবান্ন অভিযান প্রাথমিকে টেট উত্তীর্ণদের; বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলল পুলিশ
Nabanna Abhijan : ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট হয়। আন্দোলনকারীদের দাবি, তাঁরা সেই পরীক্ষায় পাস করেন। ইন্টারভিউও নেওয়া হয়
হিন্দোল দে, সুনীত হালদার ও শুভেন্দু দাস, কলকাতা : দ্রুত নিয়োগের দাবিতে রুটি হাতে নবান্ন অভিযান (Nabanna Abhijan) ২০১৪-র প্রাথমিকে টেট (Primary TET) উত্তীর্ণদের। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও মেলেনি চাকরি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
প্রতিশ্রুতি মতো নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা। রুটি হাতে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। শেষে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে দিল পুলিশ । আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী বলেন, চাকরির দাবিতে এসেছি, আমাদের নিয়োগ দেয়নি। আমাদের ওপর পুলিশ কীভাবে অমানবিক অত্যাচার করছে।
আরও পড়ুন ; তালডাংরায় তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট হয়। আন্দোলনকারীদের দাবি, তাঁরা সেই পরীক্ষায় পাস করেন। ইন্টারভিউও নেওয়া হয়। তাঁদের শিক্ষকতার প্রশিক্ষণও রয়েছে। কিন্তু অভিযোগ, কোনও অজ্ঞাত কারণে তাঁদের নিয়োগ করা হচ্ছে না। আন্দোলকারীদের দাবি, এর আগে দু’বার মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগেরও আশ্বাস দিয়েছিলেন।
আন্দোলনকারীদের অভিযোগ, এতকিছুর পরও নিয়োগ না করে প্রায় ৭ হাজার টেট উত্তীর্ণ প্রার্থীকে নট ইনক্লুডেড তকমা দিয়ে ফেলে রাখা হয়েছে।
যার প্রতিবাদে বুধবার হঠাত্ করেই নবান্ন অভিযান করেন আন্দোলনকারীরা। নবান্ন সভাঘরের সামনে বসে পড়েন। পরে বিশাল সংখ্যায় পুলিশ এসে তাঁদের তুলে দেয়। আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী বলেন, দিদি বলেছিলেন ধাপে ধাপে নিয়ে নেব ১৪তে, এখনও দিদি প্রতিশ্রুতি রাখেননি। আমরা টেট পাস, আমরা ইন্টারভিউ দিয়েছি, আমাদের তাও দেখুন, কী হাল করছে এরা।
অপর এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, দিদির প্রতিশ্রুতি ছিল ২০১৪’র টেট পাসদের, ২০ হাজার আছে তাঁদের প্রত্যেককে নিয়োগ দেবে। কিন্তু আজ টেট ফেল করে চাকরি করছে।
এই পরিস্থিতিতে অবিলম্বে নিয়োগ না পেলে, ভবিষ্যতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।