Medinipur Weather: আজ আকাশে সামান্য মেঘ, আগামীকাল সামান্য কমবে ঠান্ডার আমেজ
Purba and Paschim Medinipur: জেলায় ঠান্ডার আমেজ, ভোরে এবং রাতে তাপমাত্রা কম থাকার অনুভূতি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ সোমবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পর্যাপ্ত রোদ উঠবে। কখনও কখনও মেঘের দেখা মিলবে। সূর্যের আলোয় আবছা ভাব দেখা যাবে (Hazy Sunshine)। আবহাওয়া মনোরম থাকবে। বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা দিনের বেলায় তুলনায় অনেকটা কমে যাবে। ঠান্ডা অনুভূত হবে। সন্ধের পর থেকে তাপমাত্রা কমলেও আবহাওয়ার কোনওরকম বদল হবে না। রাতে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index-৫ এর আশেপাশে থাকছে। সোমবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। জেলার হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৬-২৭ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে (Weather forecast of Purba Medinipur-Digha)। ভোরের দিকে এবং সন্ধের পরে ঠান্ডা আমেজ থাকবে।
আগামীকাল কেমন আবহাওয়া:
আগামীকাল, মঙ্গলবার রোদ উঠলেও একটু আবছা ভাব থাকবে। এদিন রোদের তেজ থাকবে। বেশ গরম অনুভূত হবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে দিনের বেলায় গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। Real Feel-প্রায় একইরকম থাকবে। UV Index-৫-এর আশেপাশে থাকবে। এদিন রাতের আকাশ পরিষ্কার থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৪ টা বেজে ৫৭ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা বেজে ৫৬ মিনিটে।
পশ্চিম মেদিনীপুর:
সোমবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। real feel- প্রায় একই থাকবে। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। জেলায় উত্তর দিক থেকে হাওয়া বইবে। গড় গতিবেগ ১২-১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৪৪ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সামান্য বেড়ে যেতে পারে। সকালের তুলনায় রাতের দিকে পারদ অনেকটাই নেমে যাবে। হালকা ঠান্ডার আমেজ মিলবে। রাতের দিকেও আকাশ আংশিক মেঘলা থাকবে।
মঙ্গলবার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। রোদ উঠবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা নেমে যাওয়ায় ঠান্ডা অনুভূত হবে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫২ শতাংশ, রাতে আপেক্ষিক আর্দ্রতা সামান্য বাড়তে পারে। ভোরে এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।