R G Kar News: 'প্রয়োজনে CP-কে সরিয়ে দিন,' মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের
R G Kar Update: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক মাস পার।
কলকাতা: প্রয়োজনে CP-কে সরিয়ে দিন, এবার মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন রাজ্যপাল (Governor)। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে, 'আর জি কর-কাণ্ডে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকুন। প্রয়োজনে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিন।'
মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন রাজ্যপাল : এক মাস আগে আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। আর এই ঘটনার পর থেকেই পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী বিনীত গোয়েলের অপসারণ চেয়ে সরব হয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। বিনীত গোয়েলকে দেওয়া পদক ফিরিয়ে নিতে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর জি কর-কাণ্ডে পুলিশ কমিশনারের ভূমিকা নিন্দনীয় ও লজ্জাজনক বলে চিঠিতে দাবি করেন বিরোধী দলনেতা। আর এবার CP-কে সরিয়ে দেওয়ার বার্তা দিলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার পরামর্শ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি প্রয়োজনে পুলিশ কমিশনারকে সরিয়ে দিন বলেও মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন রাজ্যপাল।
আর জি কর কাণ্ডে বিচার চেয়ে চড়ছে সুর। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, বাউল শিল্পীরা শনিবার পথে নেমে প্রতিবাদে সোচ্চার হন। অপরাধী কিংবা অপরাধীদের শাস্তি এবং পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে রাজভবন অভিযান করে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম। নীলরতন মেডিক্যাল কলেজ থেকে শুরু হয় মিছিল। ৫ জন প্রতিনিধিকে রাজভবনে যাওয়ার অমুমতি দেয় পুলিশ। কিন্তু রাজ্যপাল মুম্বই চলে যাওয়ায় রাজভবনে ডেপুটেশন জমা দিয়েই ফিরে আসতে হয় প্রতিনিধিদলকে। তা নিয়েও ক্ষোভও প্রকাশ করেন তাঁরা। আর জি কর-কাণ্ডে এক প্রতিবাদী চিকিৎসক বলেন, "আমরা চাইছিলাম রাজ্যপাল হস্তক্ষেপ করুন। দ্রুত সিপি-র পদত্যাগ হোক। রাজ্যপাল দেখা করেননি। তিনি হয়তো বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পারছেন না।'' আর তার একদিনের মধ্যেই প্রয়োজনে CP-কে সরিয়ে দিন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।