Weather Update: উত্তরে কমবে বর্ষণ, দক্ষিণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
Weather Forecast: উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত অনেকটাই কমে যাবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: মৌসুমী অক্ষরেখা বরেলী গোরখপুর পাটনা হয়ে এ রাজ্যের শান্তিনিকেতন ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গ (North Bengal) থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার থেকে শুধুমাত্র ওপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: সোমবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা কার্যত অনেকটাই কমে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আগামী সপ্তাহে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
27-Aug | 28.0 | 31.0 | NA | |
28-Aug | 27.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
29-Aug | 27.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
30-Aug | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
31-Aug | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
কলকাতার আবহাওয়া কেমন?
কলকাতায় (Kolkata Weather Update) আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ।
আরও পড়ুন: Kolkata Accident: বেঘোরে প্রাণ গেল ফুটপাতবাসীর, বেনিয়াপুকুরে দুর্ঘটনায় মৃত্যু একজনের