Mamata On Ratha Yatra: এবছর রথেই কি দিঘার রথ দেখতে যেতে পারবেন ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee on Digha Rathyatra: কবে গড়াবে দিঘার রথের চাকা, এনিয়ে জল্পনা তুঙ্গে ছিল। ঠিক এমনই সময় বড় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর..
কলকাতা: দোরগড়ায় রথযাত্রা। দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কবে গড়াবে দিঘার রথের চাকা, এনিয়ে জল্পনা তুঙ্গে ছিল। ঠিক এমনই সময় ট্যুইট করে বড় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'এবছর নয়, আগামী বছর থেকে দিঘা জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা', এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। 'মন্দিরের কিছু কাজ এখনও বাকি রয়েছে', আগামী বছর থেকেই দিঘায় গড়াবে রথের চাকা, জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
Happy to announce that, as in Puri, we in West Bengal are also erecting a pride- inspiring temple complex for Lord Jagannath at Digha. The Lord, Balabhadra and Subhadra will be worshipped here too, Rathayatra also will be celebrated.
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2024
Despite some discussions otherwise, fact is… pic.twitter.com/0Gou9DwGYC
এযাবৎকাল জগন্নাথের দর্শন পেতে বাঙালির গন্তব্য ছিল চিরাচরিত পুরী। তবে এবার রাজ্যের মধ্যেই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। চার বছর আগে দিঘায় জগন্নাথ তীর্থ করার জন্য এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিয়ে তৈরি হয় রাজনৈতিক তরজা। সেইসময় বিজেপির রথযাত্রা নিয়ে শাসক ও পদ্মশিবিরের মধ্যে চলে টানাপোড়েন। মূলত সেসময় বিজেপি শিবিরের শীর্ষ নেতাদের তরফে দাবি করা হয়েছিল, এগুলি গিমিক ছাড়া আর কিছুই নয়। মূলত যা ভোট হলেই উদয় হয়। যদিও সেসব এখন অতীত।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের কিছু কাজ বাকি। তারপরেই আগামীবছর দিঘা জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা। পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে যে জনস্বার্থ মামলা চলছিল, সেটিও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অতয়েব এবার পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির দেখে নেওয়া , শুধুই সময়ের অপেক্ষা।
আরও পড়ুন, গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার BJP নেতা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।