Bankura News:রাতের গভীরে খুটখাট শব্দ, খুঁজতে গিয়ে পরিত্যক্ত বহুতল থেকে হাড়গোড় উদ্ধার বাঁকুড়ায়
Remains Of A Skeleton Found:প্রাচীন পরিত্যক্ত বহুতল বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার কালীতলায়। কার হাড়গোড়? পরিত্যক্ত বাড়িতেই বা এল কী ভাবে? উঠছে নানা প্রশ্ন।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রাচীন পরিত্যক্ত বহুতল বাড়ি (Deserted Mansion) থেকে হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার (Bankura) কালীতলায়। কার হাড়গোড়? পরিত্যক্ত বাড়িতেই বা এল কী ভাবে? উঠছে নানা প্রশ্ন।
কী ঘটল?
স্থানীয়দের একাংশের মতে, গত কিছু দিন ধরে রাতের দিকে পরিত্যক্ত ওই বাড়ি থেকে বেশ কিছু শব্দ শুনতে পাচ্ছিলেন। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয় অনেকের। কী চলছে খতিয়ে দেখতে আজ সকালে স্থানীয়রাই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তখনই নজরে আসে, একটি খাটের উপর বেশ কিছু হাড়গোড় জড়ো করে রাখা। হাড়গোড়গুলি মানুষেরই, সন্দেহ হয় তাঁদের। দ্রুত পুলিশে খবর দেন তাঁরা। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়গোড়গুলি উদ্ধার করে।
পরিত্যক্ত বাড়ি নিয়ে...
স্থানীয়রাই জানালেন, বাঁকুড়ার কালীতলা এলাকায় একসময়ের অভিজাত পরিবার হিসাবে নামডাক ছিল বন্দ্যোপাধ্যায় পরিবারের। কিন্তু পরিবারের সদস্যরা কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করায় তাঁদের বিশাল তিন তলা বাড়ি গত কয়েক বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়িতে এখন অসামাজিক কাজকর্ম চলে। তবে গত কয়েক দিন ধরে যে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, তার উৎস খুঁজতে গিয়ে যে হাড়গোড় হাতে আসবে সেটা কেউই আন্দাজ করেননি। আপাতত এলাকায় চাঞ্চল্য এই নিয়ে। কার হাড়গোড়, কেন ওখানে আনা হয়েছিল, কারা এনেছিল, এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
ফিরছে হাবরার স্মৃতি..
চলতি বছরের প্রথম দিকেই পরিত্যক্ত একটি পুকুর থেকে কঙ্কালের খুলি উদ্ধার ঘিরে সাড়া পড়ে গিয়েছিল হইচই উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হিরাপোলএলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে জানা যায়, পুকুরের পাড়ে ঘুরতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল কয়েক জন বাসিন্দার। তাঁদেরই নজরে আসে, পুকুরের মধ্যে একটি কঙ্কালের খুলি পড়ে রয়েছে । কোথা থেকে এই খুলি এল, তাস্পষ্ট হয়নি। যে পরিত্যক্ত পুকুরে ঘটনাটি ঘটেছে, তাতে ঘটনার আগে থেকে দীর্ঘ ১৫ দিন ধরে জল নেই। সেই পুকুর পাড়ে আমের পাতা আনতে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। সেখানে গিয়েই এই দৃশ্য নজরে আসে। খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। পরিত্যক্ত পুকুরের মধ্যে থেকে কঙ্কালের খুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত অক্টোবরে গাইঘাটা থেকে পাঁচ বছর আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়।
আরও পড়ুন:শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র আদালতের