Republic Day 2022: আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস, নিরাপত্তার চাদরে মোড়া গোটা রাজ্য
India 73rd Republic Day: কলকাতা থেকে জেলা। ৭৩তম প্রজাতন্ত্র দিবসের জন্য নিরাপত্তার চাদরে মোড়া গোটা রাজ্য। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
কলকাতা: প্রজাতন্ত্র দিবসের (Republic day 2022) প্যারেড উপলক্ষে রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, রেড রোডে থাকছে ৫টি ওয়াচ টাওয়ার (Watch Tower)। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। রাজ্যের বিভিন্ন রেল স্টেশনেও কড়া নিরাপত্তার ব্যবস্থা।
কলকাতা থেকে জেলা। ৭৩তম প্রজাতন্ত্র দিবসের জন্য নিরাপত্তার চাদরে মোড়া গোটা রাজ্য। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। গতবারের মতো এবারও কোভিডের জন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকছে না। পুলিশ সূত্রে খবর, এবারের প্রজাতন্ত্র দিবসে রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে।যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে এইচআরএফএস-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। আজ, বুধবার শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ।
অন্যদিকে, গতকাল দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় নাকাচেকিং চালায় শিবপুর থানার পুলিশ। বালি ব্রিজে রেলওয়ে লাইনে বেলুড় জিআরপি এবং আরপিএফের তরফে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। শেওড়াফুলি স্টেশনেও কড়া নিরাপত্তা। বিভিন্ন লোকালগুলিতে তল্লাশি চালায় রেলপুলিশ। খড়গপুর স্টেশনে জিআরপি ও আরপিএফের যৌথ উদ্যোগে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে চলে চিরুনি তল্লাশি। শুধু স্টেশন নয়, ট্রেনের কামরাতেও চলে তল্লাশি।
রামপুরহাট স্টেশনেও নিরাপত্তার এক ছবি। মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালায় রেলপুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদার চাঁচলেও। নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরদারি পুলিশের। তল্লাশি চালানো হচ্ছে সীমান্তবর্তী নাকা চেকিং পয়েন্টেও। জলপাইগুড়িতে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে নাকা তল্লাশির পাশাপাশি এদিন শহরের বিভিন্ন হোটেলগুলিতে তল্লাশি চালানো হয়।
আরও পড়ন: Republic Day 2022: কখন শুরু হবে প্রজাতন্ত্র দিবসের প্যারেড?