RG Kar Hospital Case : 'দেহ যখন উদ্ধার হয় তখন তাঁর শরীরে ....' নির্যাতিতার দেহের অবস্থা বিচার করে কী পদক্ষেপ করতে চলেছে CBI?
Kolkata Doctors Murder Case : আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তোলেন, নিহত তরুণীর পোশাক কি ময়নাতদন্তকারী চিকিৎসক তদন্তকারী আধিকারিককে পাঠিয়েছিলেন?
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ( Supreme Court ) প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর ( RG Kar Hospital Case ) মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানিতে পোস্টমর্টেমের সময় থেকে সিসিটিভি ফুটেজের 'টেকনিক্যাল গ্লিচ', একের পর এক ইস্যুতে অসন্তোষ প্রকাশ করল সিবিআই। শীর্ষ আদালতে সিবিআই এর সওয়াল , যখন গত ৯ অগাস্ট নিহত তরুণীর দেহ সকাল সাড়ে ৯ টার সময় পাওয়া যায়, তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল। তাঁর নিম্নাঙ্গের পোশাক খোলা ছিল। অন্তর্বাসও খোলা অবস্থায় ছিস। সারা শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন।
সিবিআই জানায়, 'রাজ্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠায় কলকাতা CFSL-এ (Central Forensic Science Laboratory)। সেই সব নমুনা সিবিআই AIIMS এবং অন্যান্য জায়গায় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে চায়। তখনই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, গুরুত্বপূর্ণ বিষয় হল, নমুনা কারা সংগ্রহ করেছিলেন?
এই সব রিপোর্ট নিয়েই আগামী ১৭ সেপ্টেম্বর সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলে শীর্ষ আদালত। এছাড়াও শীর্ষ আদালতে ওঠে ময়নাতদন্তের সময় সংক্রান্ত প্রশ্ন। 'সন্ধে ৬ টার পর ময়নাতদন্ত করার আইন দেশের কোথাও নেই। এখানে কেন করা হল ? দ্রুত দেহ সৎকার করার জন্য এটা করা হয়েছে' আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এডুলজির। তিনি আরও বলেন, ২৭ বছরের কর্মজীবনে দেখিনি যে FIR হওয়ার আগেই সার্চ এন্ড সিজার হয়েছে ! তিনি আরও প্রশ্ন তোলেন, 'দেহ থেকে সংগৃহীত নমুনা ৪ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। সেটা না করলে নষ্ট হয়ে যায়, চিকিৎসকরা কি সেটা করেছিলেন? এক্স-রে প্লেট কি সিবিআই-কে দেওয়া হয়েছে?'
FIR ছাড়া ফরেন্সিক দল ঢুকতে পারে না। এক্ষেত্রে এফআইআর এর যে সময়ের উল্লেখ আছে, সেই অনুসারে , ফরেন্সিক দল এফআইআর ছা়ড়াই প্লেস অফ অকারেন্সে যায়। সেক্ষেত্রে আইনজীবী এডুলজিরপ্রশ্ন, তাহলে কি আগে কোনও FIR হয়েছিল যেটা এখানে দেখা যাচ্ছে না? সলিসিটর জেনারেল বলেন, ধর্ষণ-খুনের ক্ষেত্রে প্রথম ৫ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাস্থল ঘিরে ফেলা, নমুনা সংগ্রহ, ভিডিওগ্রাফি করা হয়।
দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানায় সিবিআই।
আরও পড়ুন :
জমা পড়ল CBI-এর রিপোর্ট, RG কর থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব জানতে চাইল সুপ্রিম কোর্ট