RG Kar News: আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা
RG Kar Update: দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। মিছিলের শিরোনাম, ‘জন্মদিনের মৃত্যুঋণ‘।

কলকাতা: আজ অভয়ার জন্মদিন। মেয়ের জন্মদিনে বিচার চেয়ে আজ ফের পথে অভয়ার পরিবার। মিছিলে হাঁটবেন সন্তানহারা মা-বাবা। মৃত্যুচ ৬ মাসে সন্তানহারা মা-বাবার আক্ষেপ, আর জি করে ভর্তি না করালে মেয়েটা বেঁচে যেত।
অন্যান্য বছর, এই দিনটায় পায়েস তৈরি করে অপেক্ষা করতেন ডাক্তার মেয়ের বাড়ি ফেরার জন্য। কিন্তু এবার তছনছ হয়ে গেছে সবকিছু। ৬ মাস আগে, এরকম একটা ৯ তারিখে কর্মস্থল থেকেই মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মেয়ের জন্মদিনেই নতুন করে আন্দোলনে নামার ডাক দিয়েছেন আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা।মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সোদপুরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। অভয়া ক্লিনিক চলেছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। মিছিলের শিরোনাম, ‘জন্মদিনের মৃত্যুঋণ‘। বিকেল ৪টেয় আর জি কর মেডিক্যাল কলেজে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শিরোনাম, ‘জন্মদিনে অঙ্গীকার, বাংলার মেয়ের সুবিচার’। এর আগে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় নিহত চিকিৎসকের জন্মদিনে আগামী ৯ ফেব্রুয়ারি প্রতিবাদে আলো জ্বালানো ও গাছ লাগানোর আহ্বান জানিয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা।
মন খারাপের জন্মদিন। আর কোনও দিন ফিরব না মেয়টা। তাই এখন স্মৃতিই সম্বল। জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামলেন আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা। ডুব দিলেন স্মৃতিচারণায়। মেয়ে ভালবাসত পায়েস খেতে, বাড়িময় ছড়িয়ে মেয়ের স্মৃতি। সেই সব আঁকড়েই জীবন কাটছে প্রৌঢ় দম্পতির। এদিন সোদপুরের দুটি জায়গায় অভয়া ক্লিনিক খোলা হয়েছে। দুটি ক্লিনিকেই যান অভয়ার মা-বাবা। এদিন নিহত চিকিৎসকের মা বলেন, "ওই সেমিনার হলে ওর ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম তখনই প্রতিজ্ঞা করেছিলাম মা, তোকে যারা এরকম শাস্তি দিয়ে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে, তাদের আমি সুখে থাকতে দেব না। যতদিন না পর্যন্ত তোকে বিচার দিতে পারব আমি চুলও আঁচড়াব না।''
আরও পড়ুন: Jyotipriyo Mullick: ফের স্বমহিমায়, পদযাত্রা করে হাবরা পুরসভায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
