Road Accident: মালদা থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ায় বাস দুর্ঘটনা, মৃত ২, আশঙ্কাজনক ২০
Malda News: আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারের প্রতি ট্যুইটে সমবেদনা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
মালদা: মালদা (Malda) থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ায় বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত ২, আহত ৩৯ জন। ২০ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মৃতদের পরিবারের প্রতি ট্যুইটে সমবেদনা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)।
পাণ্ডুয়ায় বাস দুর্ঘটনা: ঘটনা গতকাল রাতের। মালদা থেকে গাজোল যাচ্ছিল যাত্রীবোঝাই ওই বাস। পাণ্ডুয়ার কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হল দুজনের। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকালই আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আহতদের সঙ্গে কথা বলেন তিনি।
কালিম্পঙে মর্মান্তিক দুর্ঘটনা
দিনকয়েক আগে কালিম্পঙের মংপঙে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বানারহাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে শুকনো নদীখাতে পড়ে যায় গাড়িটি। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
ঠিক কী ঘটনা ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে বানারহাটে বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ি শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়। ভোর পাঁচটা নাগাদ ওদলাবাড়ি থেকে কিছু দূরে রংডং এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। পরে আরও দু'জনের মৃত্যু হয় বলে খবর। গুরুতর আহত হয় গাড়িচালক সহ অন্যান্যরা।
আরও পড়ুন: Abhijit Gangopadhyay : 'আমি এদের কিছুটা জমি দিয়ে আন্দামান পাঠিয়ে দেব' কাকে হুঁশিয়ারি বিচারপতির