Malda News: মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও সোনার গয়না লুঠ দুষ্কৃতীদের
Robbery: অভিযোগ, ব্য়বসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে,নগদ তিন লক্ষ টাকা ও বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

করুণাময় সিংহ, চাঁচল: ব্য়বসায়ীর (Businessman) মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না লুঠের অভিযোগ উঠল মালদার (Malda) চাঁচলে। এদিকে, একই দিনে মানিকচকে, আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র? দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগে, মালদায় ফের আগ্নেয়াস্ত্রের আস্ফালন। চাঁচলে, ব্য়বসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। অন্য়দিকে, মানিকচকে, আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। বৃহস্পতিবার রাত, চাঁচোলের আশ্বিনপুর গ্রামে, পেশায় মাছের ব্য়বসায়ী মনুয়ারুল আলির বাড়িতে হানা দেয় দুষ্কৃতী দল। বাড়ির ছাদে উঠে, সিঁড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে মুখ ঢাকা ৪-৫ জন দুষ্কৃতী। অভিযোগ, ব্য়বসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে,নগদ তিন লক্ষ টাকা ও বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই, গোপন সূত্রে খবর পেয়ে, মানিকচকের শেখপুরা মোড়ে তল্লাশি চালিয়ে, অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এক ব্য়ক্তির কাছ থেকে মিলেছে ২টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে দাবি, জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, বিক্রির জন্য় আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কার কাছে বিক্রি করা হচ্ছিল? কোথা থেকে আনা হয় আগ্নেয়াস্ত্রগুলি? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
দিনকয়েক আগে মালদায় শ্যুটআউটের ঘটনা ঘটে। কালিয়াচকে ব্য়বসায়ীকে গুলি করে খুন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শেরশাহী বাজার থেকে কালিয়াচক আসছিলেন বছর ৩২-এর চাল ব্য়বসায়ী সোহেল শেখ। তাঁর লেবার সাপ্লাইয়ের ব্য়বসাও রয়েছে। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, কালিয়াচকের ফ্য়াক্টরি মোড়ের কাছে, আচমকা তাঁর মোটরবাইকটি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। খুব কাছ থেকে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ব্য়বসায়ী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: Bratya Basu: পঞ্চায়েতের আগেই রাজ্যে ছাত্র ভোট? শিক্ষামন্ত্রীর মন্তব্যে জল্পনা






















