Sandeshkhali Chaos Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি, নতুন করে জ্বলল আগুন
Sandeshkhali Situation Live Updates: কী পরিস্থিতি সন্দেশখালিতে?
LIVE
Background
সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতার উপরও চড়াও। মারা হয়েছে, অভিযোগ শাসক নেতার।
একদিনের মধ্যেই সন্দেশখালিতে ফিরলেন ডিজিপি রাজীব কুমার। বেড়মজুরে পুলিশের টহল। আইন হাতে তুলে নেবেন না বলে হুঁশিয়ারি।
গতকালের পর আজও অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর এলাকা। কাছারি এলাকায় জনরোষ, ভেড়ির আলাঘরে আগুন, ভাঙচুর। এলাকায় জারি ১৪৪ ধারা।
সন্দেশখালির বেড়মজুরে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।
সন্দেশখালিতে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের টিম। থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক। ঘুরছে একের পর এক গ্রাম। বাসিন্দাদের সঙ্গে কথা।
সন্দেশখালিতে যাওয়ার আগেই ভোজেরহাটে আটকে দেওয়া হল লকেটদের। তুমুল তর্কাতর্কি পুলিশের সঙ্গে। পরে আটক করে হুগলির বিজেপি সাংসদকে আনা হল লালবাজারে।
শেখ শাহজাহানের বিরুদ্ধে ফের অ্যাকশনে ইডি। পুরনো প্রতারণা মামলায় এফআইআর সংগ্রহ করে সন্দেশখালির বাঘের বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের।
হাওড়া, বিরাটি, বিজয়গড়-সহ ৬টি জায়গায় সকাল থেকে অভিযানে ইডি। ৫০ দিন ধরে অধরা শেখ শাহজাহান। হাজিরার জন্য আগেই পাঠানো হয়েছে তৃতীয় নোটিস।
Sandeshkhali Situation Live: সন্দেশখালিতে মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ
সন্দেশখালিতে মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ। অস্বীকার পুলিশের।
Sandeshkhali Live Updates: বেড়মজুরে পুলিশ ক্যাম্প, জারি ১৪৪ ধারা
জমি দখল করে ভেড়ি বানানোর অভিযোগ শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে। পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বচসা গ্রামবাসীদের। বেড়মজুরে পুলিশ ক্যাম্প, জারি ১৪৪ ধারা।
Sandeshkhali Situation Live: সন্দেশখালিতে এবার জাতীয় মানবাধিকার কমিশনের টিম
সন্দেশখালিতে এবার জাতীয় মানবাধিকার কমিশনের টিম। থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক। একের পর এক গ্রামে গিয়ে শুনলেন বাসিন্দাদের অভিযোগ।
Sandeshkhali Live Updates: সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার ওপর আছড়ে পড়ল জনরোষ
সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার ওপর আছড়ে পড়ল জনরোষ
Sandeshkhali Situation Live: সন্দেশখালিতে এখনও সামনে আসছে নতুন অভিযোগ
সন্দেশখালিতে এখনও সামনে আসছে নতুন অভিযোগ। এই প্রেক্ষাপটে শুক্রবার সন্দেশখালিতে গিয়ে রাজ্য় পুলিশের ডিজি বললেন, ভুল ছিল মানছি তো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার কথাও শোনা যায় তাঁর মুখে। যদিও, বিরোধীরা বলছে, সন্দেশখালিতে অশান্তি তো নতুন নয়। তাহলে এতদিনেও সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা গেল না কেন?