Santu Pan Bail: 'মূল অভিযুক্তকে ধরতে পারছেন না, নিরীহ সাংবাদিকদের গ্রেফতার করছেন', সন্তু পানকে জামিন দিয়ে তোপ হাইকোর্টের
Sandeshkhali Incident:আদালত বলা সত্ত্বেও, সম্ভ্রমহানির অংশ পেশ করা ভিডিওতে দেখাতে পারল না রাজ্য। এই মামলার শুনানিতে রাজ্যকে কার্যত ভর্ৎসনা করেছেন বিচারপতি কৌশিক চন্দ
সৌভিক মজুমদার, কলকাতা: সাংবাদিক সন্তু পানের জামিন (Santu Pan got Bail) মঞ্জুর হাইকোর্টের (High Court on Santu Pan)। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের (Santu Pan Arrest)। পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, শুনানিতে সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানির। সম্ভ্রমহানির অভিযোগ ছাড়া বাকি সবটাই জামিনযোগ্য, সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানির।
এই মামলার শুনানির পরে বিচারপতি কৌশিক চন্দর মন্তব্য়, 'এফআইআর দেখে প্রাথমিকভাবে অযৌক্তিক এবং মোটিভেটেড মনে হচ্ছে। এফআইআর দেখে গোপন জবানবন্দিতে কী থাকতে পারে সেটা বোঝা যাচ্ছে।'
আদালত বলা সত্ত্বেও, সম্ভ্রমহানির অংশ পেশ করা ভিডিওতে দেখাতে পারল না রাজ্য। এই মামলার শুনানিতে রাজ্যকে কার্যত ভর্ৎসনা করেছেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি বলেন, 'মূল অভিযুক্তকে ধরতে পারছেন না, নিরীহ সাংবাদিকদে (Sandeshkhali Santu Pan Arrest) গ্রেফতার করছেন। পুলিশ আধিকারিকদের বলুন, তাঁদের যেটা করার, সেটা করতে। পুলিশ আধিকারিকদের কথা ভেবে আমি দুঃখিত।' গোটা বিষয়টিকে উপহাসের পর্যায়ে নিয়ে গেছেন, মন্তব্য হাইকোর্টের।
এদিন মামলার শুনানিতে সাংবাদিক সন্তু পানের (Sandeshkhali Journalist Arrest) আইনজীবী মহেশ জেঠমালানি বলেছেন যে, 'সন্তু পান একা নন, এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে, তাঁর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাঁকে ৪১এ নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে সন্দেশখালি থানায় ডেকে পাঠানো হয়েছে। যে সাংবাদিকদের পছন্দ হচ্ছে না, তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সৎ সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।'
বিষয়টি নিয়ে X হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট সাংবাদিক সন্তু পানকে জামিন দেওয়ায় ঢালাও প্রশংসা শুভেন্দুর।
Fourth pillar of Democracy set at liberty owing to the gracious intervention of the Hon’ble Calcutta High Court. Congratulations Republic News Network and especially congratulations to the brave-heart Santu Pan.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 22, 2024
Satyameva Jayate pic.twitter.com/Zey4AQnKE8
এই বিষয়টি নিয়ে X হ্য়ান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে।
Satyamev Jayate 🙏
— Sange Suman (@IamSumanDe) February 22, 2024
সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। FIR দেখে মনে হচ্ছে অযৌক্তিক ও মোটিভেটেড, মন্তব্য হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দর।
সাংবাদিক গ্রেফতারি মামলায় এবিপি আনন্দর সিনিয়র ভাইস…
আরও পড়ুন: নববধূ রকুলপ্রীতকে চুম্বন স্বামীর.. পাপারাৎজিরা বলছেন, 'জ্যাকি কি দুলহানিয়া'