Sandeshkhali: শিবু হাজরা গ্রেফতার হওয়ায় আনন্দ সন্দেশখালিতে, মিষ্টি বিলিতে মাতলেন গ্রামবাসীরা
Sandeshkhali Violence: এদিকে, শিবু হাজরাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।
![Sandeshkhali: শিবু হাজরা গ্রেফতার হওয়ায় আনন্দ সন্দেশখালিতে, মিষ্টি বিলিতে মাতলেন গ্রামবাসীরা Sandeshkhali Violence Shibu Hazra arrested villegers distributes sweets among them Sandeshkhali: শিবু হাজরা গ্রেফতার হওয়ায় আনন্দ সন্দেশখালিতে, মিষ্টি বিলিতে মাতলেন গ্রামবাসীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/18/2a525a0beb6d72ecbf93503a4164fe8a1708240326144223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অনির্বাণ বিশ্বাস, সন্দেশখালি: শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা আর উত্তম সর্দার - ৩ যেন মূর্তিমান আতঙ্ক। যাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই সন্দেশখালিতে। এদের মধ্যে শিবু হাজরা গ্রেফতার হতেই আনন্দে মাতলেন সন্দেশখালির বাসিন্দারা।
এদিন সকাল থেকেই এলাকায় চলল মিষ্টি বিলি। যদিও শেখ শাহজাহান গ্রেফতার না হলে সন্দেশখালিতে শান্তি ফিরবে না বলে গ্রামবাসীরা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, শিবু-উত্তম গ্রেফতার হলেও, গ্রামে ঘুরে হুমকি দিচ্ছে তাঁদের অনুগামীরা। তাদের নামে অভিযোগ থাকলেও, এখনও কেন গ্রেফতার নয়? প্রশ্ন তুলেছে সন্দেশখালির বাসিন্দারা।
এদিকে, শিবু হাজরাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতাকে দেখে উঠল চোর চোর স্লোগান। গতকাল শিবু ও শেখ শাহজাহানের আরেক শাগরেদ তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপরই ন্য়াজাট থেকে গ্রেফতার হন শিবু হাজরা। শিবু ও উত্তমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সন্দেশখালির মহিলারা। এর আগে শিবুর বাগানবাড়ি, ভেড়ির অফিস, মুরগির খামার জ্বালিয়ে দেওয়া হয়। উত্তম গ্রেফতার হওয়ার আগে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। প্রশ্ন উঠেছে, এবার শিবুর বিরুদ্ধে কী কোনও ব্যবস্থা নেবে তৃণমূল নেতৃত্ব?
গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হওয়ার পরই সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছিলেন নির্যাতিতা! তার ভিত্তিতেই শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করা হয়। এদিকে, আজই তৃণমূল থেকে সাসপেন্ডেড উত্তম সর্দারকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত।
আরও পড়ুন, 'বীরভূমের মুখ্যমন্ত্রী কাজল শেখ', মমতার সফরের আগে বিস্ফোরক তৃণমূল নেতা
অন্যদিকে, সন্দেশখালি একমাত্র ঘটনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এমন হাজার হাজার সন্দেশখালি তৈরি করেছেন। সন্দেশখালির মহিলারা প্রতিবাদ করার সাহস দেখিয়েছেন। পশ্চিমবঙ্গের পুলিশ TMC ক্যাডার হিসেবে কাজ করছে। সন্দেশখালির পরিস্থিতি ভাল নয়। আমরা এ নিয়ে আগামীকাল রিপোর্ট জমা দেব। সন্দেশখালি ইস্যুতে এবার সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)