Suagata Roy on Jayanta: 'জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছে, আমরা জানি না।' মদনকে পাশে নিয়ে বললেন সৌগত, আর কী বার্তা?
Madan Mitra On Jayanta: সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সৌগত-মদন। শোনা গেল সংশোধনের বার্তা।
কলকাতা: আড়িয়াদহে জয়ন্তকাণ্ডের পর বৈঠকে সৌগত রায় (Saugata Roy) ও মদন মিত্র (Madan Mitra)। সম্প্রতি আড়িয়াদহে তৃণমূল কর্মী জয়ন্ত সিংহের একের পর এক কাণ্ড সামনে এসেছে। এলাকায় তাঁর দাপট, ফুলেফেঁপে ওঠা- সবকিছুই সামনে এসেছে। তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা-সাংসদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ছবি সামনে এসেছে। যদিও জয়ন্তর থেকে বরাবর দূরত্ব তৈরি করেছেন মদন মিত্র, সৌগত রায়। এবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সৌগত-মদন। শোনা গেল সংশোধনের বার্তা।
এদিন সৌগত রায় বলেন, 'দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না। অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধন করা হবে। যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না।' তিনি এদিন বলেন, 'গোপাল বলেছে, আমিও বলছি, জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছে, আমরা জানি না। আগে যখন মারধর করেছিল, তখন গ্রেফতার হয়েছিল, দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত।' তৃণমূল সাংসদ বলেন, 'পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে। পুলিশকে বলেছি জয়ন্তকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে।' এদিন সৌগত রায় সাফ বলে দেন, 'তৃণমূল কংগ্রেস প্রোমোটার ও সমাজবিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখবে না। প্রোমোটার ও সমাজবিরোদীধের সঙ্গে যোগ থাকলে শোকজ করা হবে, পরে বরখাস্ত করা হবে।' কামারহাটি নিয়ে সম্প্রতি বারবার নানা ধরনের বিবৃতি দিচ্ছিলেন নানা স্তরের নেতারা। তাই এবার থেকে কামারহাটি সংক্রান্ত বিবৃতি দেবে একমাত্র সৌগত রায়, অন্য কেউ দিলে দলবিরোধী বলে গণ্য হবে বলেও জানানো হয়েছে। মদনের বক্তব্যে কোনও বিড়ম্বনা হচ্ছে দলে? সেই কারণেই শুধুমাত্র সৌগত রায় বলবেন? প্রশ্ন শুনেই সৌগত-মদন একসুরে বললেন এটা নেহাত শৃঙ্খলাপরায়ণতার কারণে করা হচ্ছে।
এদিন মদন মিত্র বলেন, 'কর্মীরা চাইছে ঐক্যবদ্ধভাবে চলতে। যখন সৌগত রায় ঘোষণা করলেন তুমুল হর্ষধ্বনি উঠল। অসাধু প্রোমোটার-ব্যবসায়ীরা ভোট করায় না। ভাল কর্মীরা করান।'
বিরোধীদের কটাক্ষ:
'দায়মুক্ত হওয়ার জন্য় এই নাটক', তোপ রাহুল সিনহার। 'তৃণমূল কংগ্রেস প্রোমোটারদের থেকে দূরে থাকতে পারবে না, আবার একই রকম হবে', দাবি রাহুলের। 'তৃণমূলে জয়ন্ত সিংহরাই দল চালায়, কারও রানা, কারও জয়ন্ত., কারও জেসিবি', কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
আরও পড়ুন: শীর্ষ আদালতে ফের স্থগিত DA মামলার শুনানি, আরও সময় চাইল রাজ্য
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।