Maheshtala Horror: সম্পত্তির লোভে মা-কে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগ, আটক ছেলে ও বৌমা
Maheshtala News: বৃদ্ধা মাকে খুন করে দেহ প্লাস্টিকে জড়িয়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগে আটক হল ছেলে ও বৌমা। নারকীয় এই ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগরের দত্ত বাগান এলাকায়।
জয়ন্ত রায়, মহেশতলা: কথায় আছে "কুসন্তান যদিও বা হয় কুমাতা কদাপি নয়"। প্রবাদে উল্লেখিত সেই কুসন্তানের খোঁজ পাওয়া গেলে এবার মহেশতলায় (Maheshtala)। সেখানে বৃদ্ধা মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগে আটক হল ছেলে ও বৌমা। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগরের দত্ত বাগান এলাকায় প্রভা নাথ (৬৫) নামে এক বৃদ্ধা তাঁর ছেলে ও বৌমাকে নিয়ে বাসবাস করতেন। তাঁর এক মেয়ে রাঁচিতে ডাক্তারি পড়াশোনা করেন। লোকের বাড়ি কাজ করে এবং যখন যেরকম কাজ পেতেন তা করে পয়সা জমিয়েই তিনি তাঁর মেয়েকে পড়াশোনা করাতেন। স্বামীর মৃত্যুর পর খুব কষ্ট করে একটি টিনের ছাউনি ঘর তৈরি করতে পারলেও, পাশের ঘরটি আর তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ওই ছোট ঘরটি ছেলে মাকে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু, পেশায় রাজমিস্ত্রি ছেলেকে প্রভাদেবী কোনওভাবেই সম্পত্তি লিখে দিতে চাননি। যা নিয়ে ছেলে ও বৌমার সঙ্গে প্রায়দিন ঝগড়া হত মায়ের। প্রতিবেশীদের দাবি, শুক্রবার শেষ দেখা গেছিল প্রভা নাথকে। শনিবার রাতে মহেশতলা থানার পুলিশ পৌঁছলে প্রতিবেশীরা জানতে পারেন প্রভাদেবী খুন হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দেহে পচন ধরায় এবং অতিরিক্ত গন্ধ বার হওয়ায় ছেলেই বাধ্য হয়ে মহেশতলা থানায় ফোন করে মায়ের মৃত্যুর খবরটি দেয়। সে পুলিশকে জানিয়েছে তার মা মৃত অবস্থায় ঘরের পাশে পড়ে রয়েছেন। মহেশতলা থানার পুলিশ এসে ওই বাড়ির ভেতর থেকে প্লাস্টিক জড়ানো পচাগলা দেহটি উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকর ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর রাতেই মহেশতলা থানার পুলিশ ছেলে বিজয় নাথ এবং তার স্ত্রী মালতি নাথকে আটক করে থানায় নিয়ে যায়। রবিরা ফরেন্সিক টিমের ঘটনাস্থলে আসার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: