South 24 Parganas News: অটো থেকে ছিটকে রাস্তায়, গাড়ি চলে গেল মাথার উপর দিয়ে, বেঘোরে মৃত্যু যাত্রীর
South 24 Parganas News:
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: নামেই পুলিশি টহল। সেই সবের তোয়াক্কা না করেই রাস্তার ধারে গড়ে উঠেছে ভুঁইফোড় গাড়ি সারানোর দোকান (Illegal Shops)। আর তার সামনে সারি সারি দাঁড়িয়ে রয়েছে রাস্তা আটকে। দিনের পর দিন এমনই চলছিল। কিন্তু এ বার সেই অব্যবস্থার বলি হলেন এক ব্যক্তি। অটোয় চেপে বাড়ি ফেরার মুখেগাডি়র ধাক্কায় বেঘোরে মৃত্যু (Death) হল তাঁর (Road Accident)।
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) বাসন্তি (Basanti News) থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের শিমুলতলা মোড়ের ঘটনা। বুধবার অটোয় চেপে চুনাখালির দিকে বাড়ি ফিরছিলেন আসাদুল ঘরামি। সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসা একটি চার চাকার গাড়ি অটোটিকে ধাক্কা মারে। তাতে অটো থেকে রাস্তায় ছিটকে পড়েন আসাদুল। তিনি উঠে বসার আগেই মাথার উপর দিয়ে চলে যায় গাড়িটি।
মুহূর্তের মধ্যে চোখের সামনে এমন ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। তারাই এসে রক্তাক্ত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে। তাঁকে ক্যানিং হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আসাদুলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ। কিন্তু এই দুর্ঘটনার জন্য এলাকার অব্যবস্থাকেই দায়ী করেছেন স্থানীয় মানুষ। তাঁদের দাবি, ওই এলাকায় রাস্তার দুই ধারে গাড়ি সারানোর দোকান গড়ে উঠেছে। তার জেরে রাস্তা আটকে রাস্তার উপর সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে। রাস্তায় গাড়ি চলাচলের জায়গাই মেলে না। এ দিনও রাস্তা না পেয়েই সজোরে ঘাতক গাড়িটি অটোয় ধাক্কা মারে বলে অভিযোগ।
সপ্তাহ দুয়েক আগে বাসন্তি হাইওয়েতে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। সে বার বেপরোয়া গাড়ির ধাক্কায় বেঘোরে মৃত্যু হয় কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টের। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়েছিল রাস্তার ধারে। খবর পেয়ে পুলিশ পৌঁছয় এবং দেহটিকে উদ্ধার করে।