SSC Scam : 'কালীঘাটের কাকু'র পর এবার কুন্তলের মুখে 'রহস্যময়ী নারী', নিয়োগ-দুর্নীতি মামলায় ফের নতুন নাম
Kuntal Ghosh : 'যা টাকা আছে সব গোপাল দলপতি ও তাঁর স্ত্রীর কাছে', আদালত থেকে বেরোনোর সময় নতুন দাবি কুন্তল ঘোষের।
কলকাতা : নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার উঠে এল আরও এক নাম। 'কালীঘাটের কাকু'র পর এবার কুন্তলের মুখে 'রহস্যময়ী নারী'। 'সব জানেন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়, যা টাকা আছে সব গোপাল দলপতি ও তাঁর স্ত্রীর কাছে', আদালত (Court) থেকে বেরোনোর সময় নতুন দাবি কুন্তল ঘোষের (Kuntal Ghosh)।
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর থেকেই একের পর এক নতুন নাম উঠে আসছে। তবে দিলীপ ঘোষের কথায়, 'কান,হাত, পা আর কতদিন ধরা হবে, মাথা কেন ধরা হচ্ছে না। 'এবার কথা হচ্ছে 'মাথাটা' তাহলে কে ? যদিও প্রকৃত নাম না নিলেও বিরোধীদের মুখে বারবার নানা ভিন্ন নামে সেই 'মাথাদের' নাম উঠছে। এদিকে একের পর এক গ্রেফতারে, যার জেরে চাপও বেড়েছে শাসকদলের। তবে নিয়োগ দুর্নীতিতে যাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে প্রথমে একা জেরা করা হচ্ছে। পরে বাকি ধৃতদের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা করা হচ্ছে। আর এই জেরার ভিন্নমুখী প্যাটার্নই কাজ করছে, আঁতস কাচে পড়া রোদের মতো। আলোকরশ্মি একমুখী হয়ে জ্বালা ধরাচ্ছে। সেখানেই উঠে আসছে ফের নতুন নাম। তবে এবারের উঠে আসা নামগুলিতে নয়া ফিউশন। কারণ যাকে নিয়ে এত শোরগোল, তিনি হলেন 'কালীঘাটের কাকু।' তবে জল গড়িয়েছে আরও অনেকদূর। কারণ 'কালীঘাটের কাকু'র পর এবার কুন্তলের মুখে 'রহস্যময়ী নারী' । কী তাঁর প্রকৃত পরিচয় ? আর এখানেই ফের নতুন করে প্রশ্নের সমুদ্র নিয়োগ দুর্নীতি মামলায়।
আরও পড়ুন, হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন, ভেন্টিলেটরের ব্যবস্থা রাখুন, স্বাস্থ্য ভবনের নতুন নির্দেশিকা
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) 'কালীঘাটের কাকু' নিয়ে গ্রেফতারির পরেই তাপস মণ্ডলের মুখ থেকে (Tapas Mandal) বিস্ফোরক তথ্য প্রকাশ্য়ে আসে। কার কাছে টাকা পাঠাতেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)? মুখ খোলেন মানিক ঘনিষ্ঠ। জানা যায়, 'কালীঘাটের কাকু' হলেন সুজয় ভদ্র', এমনটাই দাবি ধৃত তাপস মণ্ডলের। এদিকে এই তথ্য প্রকাশ্যে আসতেই নাম না করেই সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, 'আরও অনেক কাকু-কাকিমা, ভাইপো-পিসির নাম আসবে। অপেক্ষা করুন, কাকুর সঙ্গে কাকুর ভাইপোর নামও আসবে।' উল্লেখ্য, এর আগে গোপাল দলপতির মুখেও শোনা গিয়েছিল 'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ। কে এই সুজয় ভদ্র? নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা তাঁর ? উত্তরের খোঁজে সিবিআই। সূত্র মারফত খবরে জানা গিয়েছে, সিবিআই স্ক্যানারে রয়েছেন বিভাস অধিকারী নামের এক ব্যক্তি। কে বিভাস অধিকারী? বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন, দাবি কুন্তলের।