Sukanya Mondal Arrested: গ্রেফতার সুকন্যা, 'রাজনৈতিক দলের চাপ', মন্তব্য কুণালের; 'ভবিষ্যদ্বাণী করেছিলাম', কটাক্ষ সুকান্তর
Anubrata Mondal Daughter: এদিন অনুব্রত-কন্যার গ্রেফতারি নিয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'আইন আইনের পথে চলবে। কেউ বা কারা কোনও দোষ করে থাকে, তারা শাস্তি পাবে।'
কলকাতা: বাবার পর এবার মেয়ে। গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। গরু পাচারকাণ্ডের সূত্রের খোঁজে প্রথমে সায়গল হোসেন এবং তারপর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এরপর ইডি গ্রেফতার করে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকে। এরই মাঝে কেন্দ্রীয় এজেন্সি একাধিকবার তলব করলেও, হাজিরা দেননি অনুব্রত-কন্য়া। শেষপর্যন্ত বুধবার তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এদিন অনুব্রত-কন্যার গ্রেফতারি নিয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'আইন আইনের পথে চলবে। কেউ বা কারা কোনও দোষ করে থাকে, তারা শাস্তি পাবে। এ বিষয় তৃণমূল কংগ্রেস কাউকে সমর্থন করেনি, করবেও না। কিন্তু নির্দিষ্টভাবে এই ক্ষেত্রে এটি কোনও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের চাপ নয়তো? সদ্যমাতৃহারা, বাবা জেলে যে মেয়েটির, তাকে বাইরে রেখে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না। অনুব্রত মণ্ডলের মেয়ে বলেই তাঁকে গ্রেফতার?'
অন্যদিকে, কেষ্ট কন্যার গ্রেফতারি নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমি তো আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম যে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বারবার ইডি-সিবিআই ডেকেছে। কিন্তু কোনও অসযোগিতা তো করেননি। উচ্চ আদালতে বাইপাস করার চেষ্টা হয়েছিল। ইডি বাধ্য হয়েছে গ্রেফতার করতে। রোজগারের কোনও হদিশ পাওয়া যায়নি, বিপুল সম্পত্তির বিষয়ে আলোকপাতও করতে পারেননি। উত্তর তো দিতে হবে।'
কোটি কোটি টাকা অ্যাকাউন্টে জমা প়ড়েছে! অথচ হিসাব নেই! জমি কেনা হয়েছে অনেক। কিন্তু, সে সম্পর্কেও সঠিক তথ্য নেই। এমনই সব গুরুতর অভিযোগে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করল ইডি। সূত্রের দাবি, গোয়েন্দাদের প্রশ্নের মুখে তথ্য এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা। তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি। তাই সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করার সিদ্ধান্ত।
আরও পড়ুন, পৃথিবীর দ্বিতীয় গভীরতম ব্লু-হোলের খোঁজ মিলল মেক্সিকোয়, অজানা রহস্যের সন্ধান
শুধু গরু পাচার মামলাই নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিল সুকন্য়া মণ্ডলের নাম। অভিযোগ উঠেছিল, টেট ফেল করেও বাড়ির কাছে প্রাইমারি স্কুলে চাকরি পান অনুব্রত-কন্যা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, চাকরি পাওয়ার পর, একদিনও স্কুল যাননি! বাড়িতেই পৌঁছে যেত হাজিরার খাতা!