Suvendu On Aadhaar: আধার কার্ড বাতিলের চিঠিতে ঘুম উড়ল নদিয়ার একাধিক ব্যক্তির, অভয় বার্তা শুভেন্দুর..
Suvendu Aadhaar Card Cancelation : আধার কার্ড ডিএক্টিভেট নোটিশ পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন নাকাশিপাড়া ব্লকের বহু মানুষ। অভয় বার্তা দিলেন শুভেন্দু..
প্রদ্যোৎ সরকার, নদিয়া: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিল (Aadhaar Card Cancelation)। নদিয়ার নাকাশিপাড়ায় একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিল হয়েছে। আধার কার্ড বাতিলের জেরে ফর্ম ফিল আপ করতে পারলেন না কাঁকসার কলেজ ছাত্রী। এই ইস্যুতে ট্যুইট পোস্ট করেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu On Aadhaar Card Cancelation)।
শুভেন্দু ওই পোস্টে জানিয়েছেন, 'আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দফতরের ভুলে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে।' পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, যাঁদের আধার কার্ড ডি অ্যাক্টিভেট হয়েছে, তাঁদের জন্য আলাদা ই মেল আইডি, হোয়াটস অ্যাপ নম্বর। আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল-আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে।'
I convey my regards & gratitudes to Hon’ble Union Home Minister; Shri @AmitShah Ji and Hon'ble Minister of Electronics and Information Technology; Shri @AshwiniVaishnaw Ji for reversing the Deactivation of the Aadhaar Cards by the UIDAI Ranchi Regional Office.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 19, 2024
I had spoken to…
আধার কার্ড ডিএক্টিভেট নোটিশ পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন নাকাশিপাড়া ব্লকের বহু মানুষ। দিন পনের আগে নাকাশিপাড়া ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রামের প্রায় ২০ জনের বাড়িতে পোস্ট অফিসের মারফত আধার কার্ড ডিএক্টিভেট-এর চিঠি এসে হাজির। এরপরই আঁধার নেমে আসে ওই পরিবার গুলোতে। চিঠি পেয়েই আতঙ্কিত এই সকল মানুষজন সমস্যায়। এরফলে ব্যাঙ্কের লেনদেন, রেশন পরিষেবা-সহ একাধিক সমস্যায় পড়তে হতে পারে ওই পরিবারগুলিকে। জানা গিয়েছে যাদের বাড়িতে আধার বাতিলের চিঠি এসেছে তাঁরা কেউ কেউ ১৪-১৫ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন, 'ভোটের আগে হঠাৎ কেন এত আধার কার্ড বাতিল ?..', বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
অপরদিকে, এদিন আধার বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে। ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বাংলায় রোজ কেন্দ্র থেকে কমিটি আসে, চোপড়ায় কোনও কমিটি গেছে? রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান। কেন এত আধার কার্ড বাতিল? জবাব দিক কেন্দ্র।