Firhad Hakim: দলে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে: ফিরহাদ হাকিম
TMC: দলের দুই নেতা আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা পরস্পরকে আক্রমণ করছেন। সেদিনই পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়।
কলকাতা: দলে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন ফিরহাদ হাকিম। দলে অসৎ কেউ থাকলে কেন ব্যবস্থা নিচ্ছেন না তিনি? প্রশ্ন তুলে নিশানা করেছেন বিরোধীরা।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড় রণক্ষেত্র। দলের দুই নেতা আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা পরস্পরকে আক্রমণ করছেন। সেদিনই পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। তিনি বলেন, "আমি বলব না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী তো সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভাল মানুষের পাশে থাকুন।''
এই মন্তব্য়ে প্রশ্ন উঠছে, ফিরহাদ হাকিমের নিশানায় কি দলেরই একাংশ? নাম না করে কাদের নিশানা করলেন তিনি? অসৎ, খারাপ বলে কাদের দিকে আঙুল তুললেন ফিরহাদ? সম্প্রতি তিনটি স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করেছে তৃণমূল। যার মধ্য়ে দুটি শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, দলে অসৎ কেউ থাকলে ফিরহাদ হাকিম ব্য়বস্থা নিচ্ছেন না কেন? সব মিলিয়ে বছরের শুরুতেই, ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র পরিস্থিতি হয় ভাঙড়ে। তৃণমূল নেতা আরাবুল ইসলামের দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে গন্ডগোল। পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুল ইসলামের গাড়ির ওপর হামলা চালানোর অভিযোগ উঠল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। আরাবুলের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর। তৃণমূল নেতার সঙ্গীর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে কংক্রিটের চাঙড়। পুলিশের সামনেই চলে গুন্ডামি। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় ভাঙড় ও পোলেরহাট থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Chinmoy Krishna Das Update:মুক্তি পাবেন সন্ন্যাসী? আগামীকাল চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি