Humayun Kabir: সুর নরম হুমায়ুনের ! শোভনদেব বললেন 'ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে..'
Sovandeb On Humayun Kabir : তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর এবার সুর নরম হুমায়ুন কবীরের

কলকাতা: শুভেন্দুর পাল্টা হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে জল গড়িয়েছিল অনেক দূর। বিতর্কের পরেও তিনি বলেছিলেন, 'দল নয়, আগে জাতি সত্তা'। দলের শোকজের মুখে পড়েও, গতকালও তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'শোকজে আমি ভয় পাই না।' যদিও তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর এবার সুর নরম হুমায়ুন কবীরের।
'দলের শৃঙ্খলা মেনেই চলব', শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য হুমায়ুনের। নিজের অবস্থান থেকে সরে সুর নরম ভরতপুরের তৃণমূল বিধায়কের । এদিকে ঠিক এমনই এক পরিস্থিতিতে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না। হুমায়ুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।' যদিও 'দল নয়, আগে জাতি সত্তা', আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
