Madan on Partha: ‘একা চলতে শেখাটাও আর্ট, হিটলারও বাঙ্কারে একাই ছিলেন’, জেলবন্দি পার্থকে জীবনের পাঠ মদনের
Madan Mitra: শিক্ষক নিয়োগ মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন পার্থ। প্রেসিডেন্সি জেলে সেল ব্লকের ২ নম্বর ঘরে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।
সোমনাথ মিত্র, হুগলি: মন্ত্রিত্ব গিয়েছে, দূরত্ব বাড়িয়ে নিয়েছে দল। জেলের কুঠুরিতেও একাকী রয়েছেন। এমন পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জীবনের মূল মন্ত্র স্মরণ করালেন তাঁর একদা সতীর্থ মদন মিত্র (Madan Mitra) । পার্থর উদ্দেশে মদনের বার্তা, ‘‘জীবনের কিছুটা সময় একা চলতে হয়।’’
শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মদন। মন্দিরে পৌঁছে প্রথমে মন্দির সংলগ্ন দুধ পুকুরের জল মাথায় দেন মদন। তার পর মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতে জল ঢেলে পুজো দেন কামারহাটির বিধায়ক। এরপর মন্দির সংলগ্ন নারায়ন মন্দির এবং কালী মন্দির পরিদর্শন করেন। সেখানে "কালী ঘাটে আছেন কালী, তারাপীঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী তারকেশ্বরে শিবনাথ, জয় মা, তীর্থে তীর্থে মহাতীর্থ, কালীঘাটের মতো মহাতীর্থ তারকনাথ ধাম" , এ ভাবে গানও গাইতে শোনা যায় তাঁকে।
পার্থকে একা চলতে শেখার বার্তা মদনের
আর সেখানেই পার্থকে নিয়ে মুখ খোলেন। সারদা মামলায় জেলে রাত কাটানোর অভিজ্ঞতা রয়েছে মদনের। তাই দুঃসময়ে পার্থকে একা চলতে শেখার বার্তা দিলেন তিনি। শনিবার তিনি বলেন, ‘‘হিটলার যেদিন বাঙ্কারে গিয়েছিলেন, একাই ছিলেন। ইতিহাস বলে, গৌতম বুদ্ধও যখন পুজো দিতে গিয়েছিলেন, একাই ছিলেন তিনি। জীবনের কিছুটা সময় একা চলতে হয়। একা চলতে শেখাটাও আর্ট। সময় তোমাকে শেখাবে, একা চলার সময় কী ভাবে লড়তে হয়।’’
শিক্ষক নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) এই মুহূর্তে জেলে রয়েছেন পার্থ। প্রেসিডেন্সি জেলে সেল ব্লকের ২ নম্বর ঘরে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানে তাঁর প্রতিবেশী রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু, সারদা-কর্তা সুদীপ্ত সেন, ছত্রধর মাহাতো, আইএস জঙ্গি মুসা, আফতাব আনসারি এবং তার ঘনিষ্ঠ জামালউদ্দিন আনসারি-র মতো শ’দেড়েক হাইপ্রোফাইল বন্দি। তবে পার্থকে নিয়ে যাবতীয় টানাপোড়েনের মধ্যে মদনের বক্তব্য, "দলগতভাবে আমরা লড়ছি। আশাকরি সত্য উদ্ঘাটিত হবে এবং সত্যের শেষ এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে ভারতবাসী বিভ্রান্ত হয়ে যাবেন, যে কি শুনেছি, কি হল।’’
আরও পড়ুন: Vice-Presidential Poll : তৃণমূলের বারণ সত্ত্বেও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির - দিব্যেন্দু
তবে পার্থকে মদন জীবনের পাঠ শেখালেও, তাঁর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিতে শোনা গিয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘আমি যখন জেলে ছিলাম, আমায় পাগল বলেছিল। এখন জেলে ঢুকে দেখুক, কেমন লাগে। ওকে যেন জেলে কোনও স্পেশাল সুবিধা না দেওয়া হয়। আমার জেলে পরিচিত আছে, একটুও স্পেশাল সুবিধা পেলে আমি দেখব।’’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে ষড়যন্ত্রের কথা বলতে শোনা গিয়েছিল পার্থকে। তা নিয়ে দু’দিন আগে তাঁকে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। তাঁর বক্তব্য ছিল, ‘ওই ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, কী ষড়যন্ত্র সেটা আদালতে জানাক বা তদন্তকারীদের জানাক! আসলে ও সারাজীবন বোধঝহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে বোধহয় প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে ওর। সবকিছুর মধ্যে হয়ত ষড়যন্ত্র দেখত বলে, এটার মধ্যেও ষড়যন্ত্র চক্রান্ত দেখছে। আমি জানি না। যদি কোনও ষড়যন্ত্র থেকে থাকে, তদন্তে বেরিয়ে আসবে। ও বলুক না, কী ষড়যন্ত্র ছিল! আদালতে, তদন্তকারীদের বলুক কী ষড়যন্ত্র ছিল!’’
প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ
অন্য দিকে, জেল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময় মতো। প্রাক্তন মন্ত্রীকে দেওয়া হয়েছিল দু’টি কম্বল। সেগুলি পেতে মেঝেয় শুয়েছেন। সকালে চা-বিস্কুট দেওয়া হয় পার্থকে। রাতে একবার জেল হাসপাতালেও নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। ইডি-র তরফে দেওয়া হয়েছে পোশাক ও বই।