TMC Shahid Diwas 2022 : "চাকরি কাড়া হচ্ছে কেন ? বেকারি বাড়ছে কেন?" একুশের মঞ্চ থেকে স্লোগান মমতার
TMC Shahid Diwas, 21st July News: চাকরি-ইস্যুতে বিজেপি ও সিপিএমকে একযোগে তুলোধনা করেন তৃণমূলনেত্রী
কলকাতা : অনুমান ছিলই। সেইমতোই '২৪-এর সুর বাঁধলেন তৃণমূলনেত্রী। ২১-এর মঞ্চকে ব্যবহার করলেন পুরো দস্তুর। সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। উঠে এল একাধিক ইস্যু। বিশেষ করে বেকারত্ব নিয়ে মোদি সরকারকে (Modi Government) তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী বললেন মমতা ?
তিনি বলেন, "সারা ভারতে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।" কেন্দ্রের উদ্দেশে তাঁর প্রশ্ন, চাকরি কাড়া হচ্ছে কেন ? বেকারি বাড়ছে কেন?" তবে, রাজ্যে কয়েক লক্ষ চাকরি হবে বলে আশ্বাস দেন তিনি। কিন্তু, কীভাবে ? সেই দিশা দেখানোর চেষ্টা করেছেন মমতা। তিনি জানান, "দেউচা পাঁচামির কাজ শুরু হয়েছে। ১ লক্ষ চাকরি হবে। আনন্দের সঙ্গে জীবনযাপন করবেন। তাজপুর পোর্ট হচ্ছে। সিলিকন ভ্যালি করে। ৫০ হাজার চাকরি হবে। জঙ্গলমহল সুন্দরী, ডানকুনি থেকে পানাগড় হয়ে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা ইনভেস্ট হচ্ছে।"
আরও পড়ুন ; "২৪-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো'' আহ্বান মমতার
তিনি বলেন, "দেউচা হলে বাংলায় বিদ্যুতের অভাব হবে না। দাম কমবে, আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারব। ৫০০টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। বানতলায় আড়াই লক্ষ চাকরি করছে। MSME’তে দেড় কোটি চাকরি করছে। টিচারিতে পোস্ট রেডি আছে। ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি। কোর্টে কেস চলছে বলে হচ্ছে না। "
চাকরি-ইস্যুতে বিজেপি ও সিপিএমকে একযোগে তুলোধনা করেন তৃণমূলনেত্রী। বলেন, "আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক। কুটুস কুটুস করে কামড় দিচ্ছে। তুমি কী করেছো বাবা? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি ? UPSC ধরি? সিভিল অ্যাভিয়েশন ধরি ? খালি বলছে, বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না? আলবাত দেব। একদিকে বন্ধ করবে, অন্যদিকে চালু করব। আমি জানি এদের কী করতে হয়। সব ব্যাপারে গদ্দারদের ছেলেমেয়েদের চাকরি দিতে হবে গদ্দারবাবুরাই চাকরি পাবে, সাধারণ ছেলেমেয়েরা পাবে না?"
মমতা আরও বলেন, "সিপিএমের আমলে চাকরি হয়েছিল ? একটা চাকরিতে ১০ লক্ষ ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছিল। সিপিএমের একটা কাগজ আছে। তার যত রিপোর্টার আছে, তাদের বউরা টিচারিতে চাকরি পেয়েছিল কীকরে? কোয়ালিটিতে পেয়েছিল? না নম্বরে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে, আর বউরা চাকরি করবে। এই নিয়ে হয়েছিল। আমাকে শেখাবেন না। আমি ওদের জানি। সিপিএমের বিকাশবাবু চাকরির জন্য... সাধু পুরুষ, ভাজা মাছ উল্টে খেতে জানে না। আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? অরিজিনাল যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন? না আমি দেখাব? শুধু বলেছিলাম, বদলা নয়, বদল চাই।"