Truck Drivers Agitation:ডানকুনির পর নারায়ণগড়, নতুন বছর প্রথম দিনে ফের জাতীয় সড়ক অবরোধ ট্রাক ও গাড়িচালকদের
Paschim Medinipur News:গত কাল ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পর আজ, সোমবার, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়ক অবরোধ করলেন ট্রাক ও গাড়িচালকরা।
অমিত জানা, নারায়ণগড়: গত কাল ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পর আজ, সোমবার, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়ক অবরোধ করলেন ট্রাক ও গাড়িচালকরা (Truck Drivers Agitation)। ভোর রাত থেকে হঠাৎ অবরোধ শুরু হওয়ায় বিপদে পড়েছেন বহু মানুষ। যদিও বিক্ষোভকারীদের মেজাজ ছিল গত কালের মতোই। কেন্দ্রের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে গত কাল অশান্ত হয়ে উঠেছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এদিন প্রায় একসুর শোনা যায় বিক্ষোভকারীদের কথায়। তাঁদের অভিযোগ, নতুন আইনে বাড়তি জরিমানা চাপানো হচ্ছে চালকদের উপর।
যা হল...
পশ্চিম মেদিনীরপুরের নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়ক, নারায়ণগড় বাইপাসে, ভোর রাত থেকে গাড়িচালকরা রাস্তা অবরোধ করেন। তাঁদের বক্তব্য, কেন্দ্রের নতুন পরিবহণ আইনে বাড়তি জরিমানা চাপানো হচ্ছে চালকদের উপর। তার বিরোধিতাতেই এই অবরোধ। ভোর রাত থেকে এই প্রতিবাদের ফলে বিপাকে পড়ে অন্য জেলা থেকে দিঘার দিকে যাওয়া গাড়িগুলি। তবে প্রতিবাদীরা স্পষ্ট জানিয়েছেন, এই বাড়তি জরিমানার আইন না তোলা হলে অবরোধ জারি থাকবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কোথায় পৌঁছবে, তা নিয়ে চিন্তা থাকছেই।
ডানকুনিতে যা ঘটেছিল...
কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ নীতির বিরুদ্ধে রবিবার আচমকাই বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকরা। প্রতিবাদ শুরু হয় সকাল সাড়ে দশটা নাগাদ। বর্ষশেষের দিন, দুুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কে এমন প্রতিবাদ-বিক্ষোভে অনেকের দুর্ভোগ বাড়ে। যাঁরা দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন, তাঁরা সকলে আটকে পড়েন। হাজার-হাজার গাড়ি দাঁড়িয়ে পড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আসেন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরাও। যত দ্রুত সম্ভব, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সেখান থেকে সরানোর চেষ্টা করা হয়। কিন্তু আড়াই ঘণ্টা কেটে গেলেও পরিস্থিতি খুব কিছু বদলায়নি। বরং কিছু ক্ষণ পর জাতীয় সড়কের উপর ওই অবরোধের তীব্রতা আরও বাড়ে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও শোনা যায়। সব মিলিয়ে রবিবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে চরম ভোগান্তিতে পড়েন বহু মানুষ। অ্যাম্বুল্যান্স এবং আপৎকালীন পরিষেবার সঙ্গে জড়িত যানবাহনে ছাড় দেওয়া হলেও বাকিদের ক্ষেত্রে ছবিটা বেশ অশান্তির। কখন জট খুলবে, তা বুঝতে না পেরে অনেকে বাস থেকে নেমে ভারী লটবহর সমেত দীর্ঘ পথ হেঁটেই পাড়ি দিতে শুরু করেন।
নতুন বছরের প্রথম দিন, কিছুটা এক রকম ছবি ধরা পড়ল নারায়ণগড়েও।
আরও পড়ুন:একী হাল অঙ্কুশের ! আহত পা নিয়ে নতুন বছরের শুভেচ্ছা বার্তা