![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ballygunge By-poll 2022: হামলার মুখে কংগ্রেসও! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থীর
WB By-election 2022: বেনিয়াপুকুরে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
![Ballygunge By-poll 2022: হামলার মুখে কংগ্রেসও! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থীর WB By-election 2022:TMC is accused of assault by congress candidate Ballygunge By-poll 2022: হামলার মুখে কংগ্রেসও! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/12/356ae822fdcb751a80829a8a347b0623_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেন বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী।
কী অভিযোগ?
বেনিয়াপুকুরে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বেনিয়াপুকুর বিদ্যাপীঠে বেআইনি জমায়েতের অভিযোগ পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী। অভিযোগ, তাঁকে ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি। কংগ্রেস প্রার্থীর গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেস প্রার্থীর।
কী বলছেন প্রার্থী?
বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী বলেন, 'এখানে আমার গাড়ির কাচ ভাঙার চেষ্টা করেছে। গাড়ির উপর হামলা করেছে। কাচ ভাঙেনি বলে রক্ষা পেয়েছি। কাউন্সিলর বুথের ভিতরে ছিল। জমায়েত ছিল। সেটা নিয়েই আমি প্রতিবাদ করেছি। তারপরেই আমার উপর হামলা করেছে। ৬০ নম্বর ওয়ার্ডে ভোট লুটের ঘটনার কারণেই এমন ঘটনা।'
আরও অভিযোগ:
সকাল থেকেই বালিগঞ্জের নানা জায়গা উত্তপ্ত হয়েছে। বেকবাগানের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি করলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী (CPIM Candidate) সায়রা শাহ হালিম। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বাম প্রার্থীর দাবি, এক মহিলা ভোটার কার্ড ছাড়াই বুথে ঢোকার চেষ্টা করেন। এর আগে ওই মহিলা দুটি বুথে ভোটও দেন বলে অভিযোগ। সাংবাদিকরা ধরার চেষ্টা করায় ওই মহিলা পালিয়ে যান। সিপিএম প্রার্থীর দাবি, ভোট হয়ে যাওয়ার পরেও কয়েকজন বুথের ভিতর ঘোরাফেরা করছে। এদিকে আজ বালিগঞ্জের বেশ কয়েক জায়গায় ভোট ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে। সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী, দু’ জনেই ওই বুথে যান। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।
অন্য মেজাজে বাবুল:
বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।
আরও পড়ুন: দল এই ধরনের ঘটনা সমর্থন করে না', হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে প্রতিক্রিয়া মহুয়ার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)