WB By Election 2024: আজ রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন; নিরাপত্তায় জোর, মোতায়েন ১০৮ কোম্পানি বাহিনী
West Bengal News: মোতায়েন করা হয়েছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা: আর জি কর-কাণ্ডের (RG Kar News) পর বাংলায় প্রথম ভোট। রাত পোহালেই রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন (WB By Election 2024)। আজ মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়ায় উপনির্বাচন। নিরাপত্তায় জোর দিয়ে চলছে নাকা চেকিং। মোতায়েন করা হয়েছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এর মধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না। যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্য়ে গতবার ৫টিতে জিতেছিল তৃণমূল। মাদারিহাট ছিল বিজেপির দখলে।
বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্য়ে উপ নির্বাচন রয়েছে। ১০টি রাজ্য়ের ৩১টি বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। তারপরই রয়েছে বাংলা। অসমের ৫টি, বিহারের ৪টি, কর্ণাটকের ৩টি, মধ্য়প্রদেশের ২টি এবং ছত্তীসগঢ়, গুজরাত, কেরল এবং মেঘালয়ের একটি করে বিধানসভা আসনে ভোট হচ্ছে। আজ কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেও ভোট হচ্ছে। রাহুল গাঁধী রায়বরেলি এবং ওয়েনাড দুটি আসনেই জয়ী হন। তারপর রায়বরেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন তিনি। এই আসনে লড়ছেন প্রিয়ঙ্কা গাঁধী। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। বিজেপি এবং সিপিআই প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন প্রিয়ঙ্কা। আজই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ ৪৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এখানে সরাসরি লড়াই বিজেপি নেতৃত্বাধীন NDA-র সঙ্গে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার INDIA-র সঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sagore Dutta Hospital: সাগর দত্ত মেডিক্যালে 'থ্রেট কালচার', এবার হাইকোর্টে মামলা