WB HS Results 2022: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল
West Bengal HS Results 2022: প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল
কলকাতা: প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল (WB HS Results 2022)। পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। সকাল এগারোটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রথম দশের মেধাতালিকা (WB HS Merit List) ঘোষণা করেন।
- ৫৬ টি বিষয়ের ওপর পরীক্ষা।
- সব মিলিয়ে ১১৬টি বিষয়ে পরীক্ষা হয়েছে।
- প্রথম দশে ২৭২ জন
- প্রথম হয়েছে অদিশা দেবশর্মা (৪৯৮)
- দ্বিতীয় সায়নদীপ সামন্ত (৪৯৭)
- ২০২৩-এ পরীক্ষার সূচি
- পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ
- অন্যত্র সিট পড়বে।
অনলাইন ফলপ্রকাশ: আনুষ্ঠানিক ঘোষণা হলেও অনলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Results 2022) দেখা যাবে দুপুর ১২টা থেকে। এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE Board 12th Result 2022)। বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে wb12.abplive.com দেখা যাবে ফলাফল। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট। স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন। আজই এবিপি আনন্দর সাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট।
গত ২ এপ্রিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী। ৯৬.০৮ শতাংশ পরীক্ষায় বসেন। ৮৮.৪৪ শতাংশ পাস করেছেন। কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই। এই বছর ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিলেন। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছি। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা এড়াতেই এই ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে, ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও।
করোনা আবহে বিশেষ ব্যবস্থা: করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও, নিজের স্কুলেই পরীক্ষায় বসেন পরীক্ষার্থীরা। যা এই প্রথম। করোনা আবহে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
Education Loan Information:
Calculate Education Loan EMI