এক্সপ্লোর
Diabetes Problem: মাড়িতে কালচে ছোপ, ঘনঘন সংক্রমণ, মুখে দুর্গন্ধ - কোন রোগের ইঙ্গিত দেয় ?
Gums Signs: যদি ঘনঘন মাড়িতে ইনফেকশন হয়, রক্ত পড়ে, ঘা হয়- তাহলে সতর্ক হয়ে যান। অনেক ক্ষেত্রেই ভিটামিনের অভাবে এইসব সমস্যা দেখা যায়। কিন্তু মাড়িতে ঘনঘন সংক্রমণ ডায়াবেটিসের কারণেও হতে পারে।

ছবি সূত্র- পিক্সেলস
Source : Pexels
Diabetes Problem: আপনার ডায়াবেটিস হয়েছে, ব্লাড সুগারের মাত্রা বেড়েছে, তা জানিয়ে দেবে মাড়িতে দেখা দেওয়া কয়েকটি লক্ষণ। এইসব উপসর্গ অনেকসময়েই আমরা অবহেলা করি, গুরুত্ব দিই না। তাই সময় থাকতেই ডায়াবেটিসের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য এইসব লক্ষণ চিনে রাখা জরুরি। তাহলে ব্লাড সুগারের মাত্রা বিপদসীমা পেরোনোর আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
মাড়ির মধ্যে দেখা যাওয়া কোন কোন লক্ষণ, উপসর্গ বুঝিয়ে দেবে যে আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, দেখে নিন একনজরে
- অনেকের ক্ষেত্রেই মাড়িতে কালচে দাগছোপ দেখা যায়। এই কালচে দাগছোপ মাড়িতে তখনই দেখা যাবে, যখন আপনার ডায়াবেটিসের সমস্যা থাকবে। তাই এই লক্ষণ দেখলে অবহেলা না করে একবার ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করিয়ে নিন। তারপর প্রয়োজন অনুসারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- অনেকেরই মুখে খুব দুর্গন্ধ হয়। বারবার ব্রাশ করে, মুখ জল দিয়ে কুলকুচি করে ধুয়ে, মাউথ ফ্রেশনার ব্যবহার করেও সমস্যার সমাধান হয় না। মুখের ভিতরে বলা ভাল মাড়িতে ব্যাকটেরিয়ার অবস্থানই এই দুর্গন্ধের কারণ। আর এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয় অতিরিক্ত গ্লুকোজের উপস্থিতিতে। অর্থাৎ আপনার ডায়াবেটিস হয়ে থাকলে, ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকলে মাড়িতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং তার থেকে মুখে দুর্গন্ধ হতে পারে।
- যদি ঘনঘন মাড়িতে ইনফেকশন হয়, রক্ত পড়ে, ঘা হয়- তাহলে সতর্ক হয়ে যান। অনেক ক্ষেত্রেই ভিটামিনের অভাবে এইসব সমস্যা দেখা যায়। কিন্তু মাড়িতে ঘনঘন সংক্রমণ ডায়াবেটিসের কারণেও হতে পারে। তাই যাঁদের মাড়িতে লাগাতার ইনফেকশন হতে থাকে, তাঁরা সতর্ক হয়ে একটু ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করিয়ে নিলেই স্বাস্থ্যের পক্ষে ভাল। আসলে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে আমাদের ইমিউনিটি কমে যায়। তার ফলেই এইসব সংক্রমণ দেখা দেয়।
- অনেক সময় দাঁত মাজার সময় রক্ত পড়তে দেখা যায়। এছাড়াও মাড়ির কিছু অংশ লালচে হয়ে থাকে। ফুলে যেতে পারে। এইসব লক্ষণই দেখা দিতে পারে ডায়াবেটিসের কারণে। অতএব মাড়ি থেকে রক্ত পড়লে, মাড়ির কোনও অংশ লালচে হয়ে থাকলে, ফুলে গিয়ে থাকলে অবহেলা করবেন না একেবারেই। এইসব উপসর্গ দেখা গেলে অবিলম্বে সুগার পরীক্ষা করানোর দরকার।
- ডায়াবেটিসের কারণে দাঁত শক্ত করে মাড়িতে আটকে রাখে যেসব টিস্যু এবং হাড়, সেগুলি দুর্বল হয়ে যায়। ফলে দাঁত নড়বড়ে হয়ে যেতে পারে। এছাড়াও বারবার জিভ শুকিয়ে যেতে পারে আপনার। মুখের ভিতরটা সবসময়েই ভীষণ শুকনো মনে হতে পারে। কারণ ডায়াবেটিসের প্রভাবে লালা ক্ষরণের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যেতে পারে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
