(Source: ECI/ABP News/ABP Majha)
WB Board Madhyamik Result 2024: ভাললাগে নাচ করতে, ডাক্তার হওয়ার ইচ্ছে মাধ্যমিকে দশম স্থানাধিকারী সোমদত্তার
WBBSE WB Board 10th Result 2024: মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। সেই তালিকায় কলকাতা থেকে একমাত্র জায়গা করে নিয়েছে সোমদত্তা সামন্ত।
ঝিলম করঞ্জাই, কলকাতা: মাধ্যমিকের (WB Board Madhyamik Result 2024) কৃতীদের মধ্যে দশম স্থানাধিকারী সোমদত্তা সামন্ত। দশম স্থানে রয়েছে মোট ১৮ জন। কলকাতার কমলা গার্লস হাইস্কুলের ছাত্রী সোমদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৪।
ভবিষ্য়তে কী হতে চায় সোমদত্তা?
মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। সেই তালিকায় কলকাতা থেকে একমাত্র জায়গা করে নিয়েছে সোমদত্তা। ছোট থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে। তবে আপাতত একাদশ দ্বাদশের পড়াশোনায় বেশি মন দিতে চায় সোমদত্তা। তার কথায়, "খুব ভাল লাগছে। আমি ভাবতে পারিনি এতটা ভাল হবে। কতটা সাফল্য পেয়েছি জানি না। মা, বাবা, গুরুজনদের আশীর্বাদ এবং শিক্ষকদের পরিশ্রম, স্কুলের সহযোগিতা সাথর্কতা পেয়েছে। পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে। খুব ছোট থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে। ডাক্তারবাবুর কাছে গেলে, সেখান থেকে ফিরে ডাক্তার ডাক্তার খেলতাম। এখন বুঝি ব্যাপারটা ওত সহজ নয়। সব বিষয়ই যে সমানভাবে ভাল লাগে তাও নয়। একাদশ-দ্বাদশে কোন বিষয়ে কেমন নম্বর পাই এবং কোন কোন বিষয় ভাল লাগছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।''
পড়াশোনার পাশাপাশি কোন দিকে ঝোঁক?
মাধ্যমিকে দশম স্থানাধিকারী ছাত্রী সোমদত্তার বরাবরের ঝোঁক নাচের দিকে। মাধ্যমিকের প্রস্তুতি পর্বে তাতে কিছুটা ছেদ পড়লেও নাচকে ভালবাসে সে মনপ্রাণ দিয়ে। সোমদত্তার কথায়, "নাচ করতে সবথেকে বেশি ভাললাগে। মাধ্যমিক শুরুর দু তিন মাস আগে থেকে বন্ধ রয়েছে নাচ। সময় করে উঠতে পারিনি। ইচ্ছে আছে নাচটা চালিয়ে যাওয়ার। ছোটবেলায় ভারতনাট্যম শিখতাম। এখন ওড়িশি শিখি। তবে রবীন্দ্র নৃত্য, পুরনো দিনের বাংলা গানের সঙ্গে নাচও করি। সবরকমই ভালবাসি। এতটাই ভালবাসি যে কোনও বাধা নিয়মের মধ্যে করি না। যখন, যেরকম ইচ্ছে করে তেমনভাবেই করি।''
একনজরে মাধ্যমিকে স্থানাধিকারী প্রথম তিন
- প্রথম: কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩
- দ্বিতীয়: পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর ৬৯২
- তৃতীয়: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Board Madhyamik Result 2024: প্রকাশিত হল মাধ্যমিকের ফল
Education Loan Information:
Calculate Education Loan EMI