Darjeeling Weather : রেহাই নেই দার্জিলিঙেও, গরমে চলছে ফ্যান; দুপুরে ফাঁকা রাস্তাঘাটও !
North Bengal Travel Destination : দক্ষিণবঙ্গ যখন গরমে তেতে ওঠে, তখন অনেক বাঙালিরই প্রিয় ডেস্টিনেশন হয় উত্তর।
মোহন প্রসাদ, দার্জিলিং : গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। রেহাই নেই দার্জিলিঙেও (Darjeeling Weather)। ক্রমশ বাড়ছে উত্তাপ। ফ্য়ান চালাতে হচ্ছে। দুপুরে রাস্তায় দেখা মিলছে না পর্যটকদের।
কুয়াশার চাদরে মোড়া শৈল-শহর। চা-বাগান আর পাইন-বনের মাঝে হিমেল রূপকথা। ঘুম-বা বাতাসিয়া লুপের কনকনে ঠান্ডা ভেদ করে এঁকেবেঁকে চলে যায় ধোঁয়া ওঠা টয় ট্রেন, দূরে দাঁড়িয়ে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। দক্ষিণবঙ্গ যখন গরমে তেতে ওঠে, তখন অনেক বাঙালিরই প্রিয় ডেস্টিনেশন হয় উত্তর। কিন্তু ভয়ঙ্কর গরমে সেই শৈলরানির চেনা ছবি উধাও ! সেখানেও গ্রীষ্মের উত্তাপ।
যে দার্জিলিংয়ে কোনওদিন ফ্য়ানের দরকার পড়ে না, সেখানে ফ্য়ান চালাতে বাধ্য় হচ্ছেন বাসিন্দারা। আকাশ আগরওয়াল নামে স্থানীয় এক ব্য়বসায়ী জানান, এক সপ্তাহ হয়ে গেছে। এত গরম। ফ্য়ান চালাতে হচ্ছে।
একই সুরে এক পর্যটক বলেন, দুপুরের দিকে যতটা ঠান্ডা আশা করেছিলাম, ততটা ঠান্ডা নেই। একটু গরম আছে। সকালে আর রাতের দিকে ঠান্ডা আছে। সেটা যথেষ্ট মনোরম।
সাধারণত দার্জিলিং-এর কোনও বাড়ি বা হোটেলে ফ্য়ানের দেখা মেলে না। প্রাকৃতিক শীতলতায় দরকারই পড়ে না ফ্য়ানের। সেই দার্জিলিঙেই চলছে ফ্য়ান ! গায়ে সোয়েটার বা গরম পোশাক নেই পথচলতি মানুষের ! মমতা প্রসাদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, গত এক সপ্তাহ ধরে গরম বেশি রয়েছে এখানে। এবছর গরম একটু বেশি লাগছে। এক মাস ধরে ফ্যান ব্যবহার করছি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪. ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার সকালে সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি।
স্বস্তির খোঁজে ব্যাগ-পত্তর গুছিয়ে অনেকেরই ডেস্টিনেশন দার্জিলিং। পাহাড়ে এখন কার্যত তিল ধারণের জায়গা নেই। কিন্তু গরমের কারণে দুপুরবেলা বেশ ফাঁকা রাস্তাঘাট। দার্জিলিঙে দেদার বিক্রি হচ্ছে আইসক্রিম-কোল্ড ড্রিংস। অদ্ভূতভাবে, দোকানে দোকানে শীতের পোশাক একটু কমই ঝোলানো। দুপুর রোদে, অনেকেই পথের ধারে শেড খুঁজছেন।
এক পর্যটক বললেন, এখন একটু গরমটা বেশি মনে হচ্ছে। তবে, তাও মনোরম। অপর এক পর্যটক বললেন, আমি আশা করিনি যে, দিনের বেলায় জ্যাকেট পরতে হবে না।
তবে, শৈলশহরে পর্যটনের এখন পোয়া বারো। হোটেলগুলোতে একটা রুমও খালি নেই বলে জানাচ্ছেন ট্যুর অপারেটররা।
আরও পড়ুন ; তীব্র গরমে তেতে উঠেছে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর, তাপপ্রবাহের মধ্য়েই মেসো টর্নেডোর দেখা