Weather Update: রেড অ্যালার্ট তেলেঙ্গানায় ! প্রবল বর্ষণ কলকাতায় ?
Red Alert in Telangana: তেলেঙ্গানার ৮ জেলায় রেড অ্যালার্ট জারি করল হাওয়া অফিস। প্রবল বর্ষণ কলকাতা-দক্ষিণবঙ্গেও ?
নয়াদিল্লিঃ তেলেঙ্গানার (Telagana) ৮ জেলায় রেড অ্যালার্ট জারি করল হাওয়া অফিস (Weather Office)। প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে তেলেঙ্গানার এই ৮ জেলায় । তবে শুধু তেলেঙ্গানাতেই নয়, এদিন বিকেল থেকে অঝোর ধারায় ভিজছে চন্ডীগড়। হালকা বৃষ্টি সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গেও (Kolkata and South Bengal)।
আরও পড়ুন, শুধু দেশ নয়, বাংলার সঙ্গেও বিশেষ সংযোগ ছিল তাঁর: শিনজোর মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
হয়দরাবাদের আবহাওয়া দফতরের ড কে নাগরত্না জানিয়েছেন যে, লেঙ্গানার ৮ জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এই ৮ জেলায় রেড অ্যালার্ট জারি করল হাওয়া অফিস। এই ৮টি জেলা হল হল মূলত, জয়শঙ্কর ভূপালপল্লি, মুলুগু, ম্যাঞ্চেরিয়াল, ভদ্রদ্রি কোঠাগুডেম, নিজামবাদ, নির্মল, আদিলাবাদ এবং পাশ্ববর্তী এলাকায়। এই ৮ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এদিন বিকেল থেকে অঝোর ধারায় ভিজছে চন্ডীগড়।
ওদিকে বৃষ্টি শূন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গ। দুর্বল মৌসমি বায়ুর জেরে জেরবার এইবার কলকাতা। যার জেরে এই মুহূর্তে ছিঁটেফোটা বৃষ্টির কথা শুনিয়েছে আলিপুর আহাওয়া দফতর। মূলত বিগত কয়েকদিন ধরে বৃষ্টি শূন্যতার জন্য রাজ্যের একাধিক এলাকায় চাষের উপরে প্রভাব পড়েছে। তবে যতটা বৃষ্টি হওয়ার দরকার ততটা হয়নি। এমনিতেও বর্ষা এবার দেরি করে ঢুকেছে বঙ্গে। তার উপর আদ্রতার জেরে হাঁসফাঁস অবস্থা। আর এরই মধ্যেই সুখবর দিল হাওয়া অফিস।
#WATCH | Chandigarh witnesses pleasant weather with rainfall lashing the city pic.twitter.com/fCs2unoSw6
— ANI (@ANI) July 9, 2022
Telangana| Red alert issued to 8 districts- Jayashankar Bhupalpally, Mulugu, Mancherial, Bhadradri Kothagudem, Nizamabad, Nirmal, Adilabad & surrounding districts likely to be affected by very heavy to extremely heavy rainfall: Dr K Nagaratna, Hyderabad Meteorological Centre Head pic.twitter.com/Nc7xMST0h2
— ANI (@ANI) July 9, 2022