Weather Update: বঙ্গের আকাশে ফের দুর্যোগের মেঘ, ফের বৃষ্টিতে ভিজবে বাংলা
WB Rain Forecast: রবিবার ফের বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। আগামী সপ্তাহে একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যের আকাশে ফের দুর্যোগের ভ্রুকুটি (West Bengal Weather)। দক্ষিণের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকলেও সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার ফের বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা বেশি মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায়।
আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
সূত্র: https://city.imd.gov.in/citywx/localwx.php
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
29-Feb | 20.0 | 31.0 | Mainly Clear sky | |
01-Mar | 21.0 | 31.0 | Mainly Clear sky | |
02-Mar | 22.0 | 32.0 | Partly cloudy sky | |
03-Mar | 24.0 | 32.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
04-Mar | 23.0 | 32.0 | NA | |
05-Mar | 22.0 | 32.0 | Partly cloudy sky | |
06-Mar | 22.0 | 32.0 | Partly cloudy sky |
উত্তরের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা: উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। বাকি কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া কেমন?
ক্যালেন্ডার বলছে ফাল্গুন মাস। কিন্তু বাতাসে বসন্তের আমেজ নেই বললেই চলে। ভোরে হিমেল পরশ। আর বেলা বাড়তেই রোদ। একইসঙ্গে চড়ছে পারদও। এরই মধ্যে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। কোথাও কোথাও আবার শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা রবিবার পর্যন্ত ক্রমশ বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি পেরিয়ে যেতে পারে কলকাতায়। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে