Nabanna: বিজেপির ডাকা বনধে 'স্বাভাবিক' নবান্ন, হাজির না হলে বেতন কাটার নির্দেশ
WB Bandh News: গতকালই সরকারের তরফে সার্কুলার দেওয়া হয় এই বনধের দিনে অনুপস্থিতি নিয়ে
সুমন ঘড়াই, কলকাতা: বিজেপির ডাকা বনধের দিন নবান্নে কর্মীদের হাজিরা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। গতকালই সরকারের তরফে সার্কুলার দেওয়া হয়, আজ যাঁরা উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকবেন, তাঁদের এক দিনের বেতন কাটা যাবে বা চাকরি জীবন থেকে ছাঁটা হবে একটি দিন।
রবিবার রাজ্যে ১০৮ পুরসভায় ছিল নির্বাচন। দিনভর নানা অভিযোগ তুলেছে বিজেপি। আর ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়, শুধু বন্ধ ডাকাই নয়, তা সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবেন। এই ঘোষণার পরই নবান্নের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সেই বিজ্ঞপ্তিতে সাফ জানান হয়, বন্ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও জীবিকায় প্রভূত প্রভাব পড়ে। তাই এই সংস্কৃতি রাজ্য সরকারের ‘নীতি-বিরুদ্ধ’। তাই, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রোজকার মতোই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দোকান, বাজার, কারখানা সবই স্বাভাবিক নিয়মে চলবে এবং যানবাহন চলাচলও স্বাভাবিক রাখা হবে। এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, বন্ধের কারণে কোনও কর্মচারী ছুটি পাবেন না এবং অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে।
রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, বন্ধ সফল করতে গিয়ে কোনও ভাবে সরকারি (কেন্দ্র ও রাজ্য দুইই)-বেসরকারি প্রতিষ্ঠান, কারখানা, বাজার, দোকান খোলায় যদি বাধা দেওয়া হয় এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়, তা হলে কড়া পদক্ষেপ করা হবে।