West Bengal Budget: ৫ লক্ষ যুবক-যুবতীর নিয়োগ, বাজেটে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মমতা সরকারের
West Bengal Employment:মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, সমস্ত সরকারি দফতর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে শূন্যপদ পূরণে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, জানাল রাজ্য।
কলকাতা: নিয়োগে দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে নেতা-মন্ত্রীদের। সেই আবহেই রাজ্যে বিপুল কর্মসংস্থানের ঘোষণা রাজ্য সরকারের (West Bengal Employment)। আগামী দিনে বিভিন্ন সরকারি দফতর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে ৫ লক্ষ যুবক-যুবতীর চাকরি হবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, সমস্ত সরকারি দফতর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে শূন্যপদ পূরণে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। (West Bengal Budget)
রাজ্য সরকার জানিয়েছে, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, জাতীও ও আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা, রুপো, ব্রোঞ্জ মেডেল জয়ীদের, মেডেলের শ্রেণি ও যোগ্যতা অনুযায়ী, রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদ পর্যন্ত এবং রাজ্য সরকারের অন্যান্য দফতরে চাকরির সুযোগ দেওয়া হবে।
এদিন রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যে যে ১ লক্ষ ৫০ হাজারে বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশরা রয়েছেন, তাঁরা আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে পুলিশকে সাহায্য করেন। তাঁদের মাসিক পারিশ্রমিক ১০০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য। শুধু তাই নয়, রাজ্য পুলিশে এঁদের জন্য বরাদ্দ সংরক্ষণ বাড়িয়ে ১০ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই বাবদ ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।
আরও পড়ুন: West Bengal Budget: ‘গঙ্গাসাগর সেতু’, ‘শিল্পসেতু’, বিমানবন্দর পর্যন্ত নয়া উড়ালপুল, বাজেটে পথশ্রী-৩
পাশাপাশি, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন সুবিধাও বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে রাজ্য। সেই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক ৩০০০ এবং ৩৫০০ টাকা করে বৃদ্ধি করার কথা জানিয়েছে রাজ্য সরকার। এর ফলে ৫০ হাজার কর্মী উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে, সেই বাবদ ২৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
২০২০ সালে বিভিন্ন শ্রেণির IT কর্মীদের সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাঁদের পারিশ্রমিকও বিভাগের নিরিখে বাড়ানো হয়েছে। এতে ১২০০০ IT কর্মী উপকৃত হবেন। এই খাতে রাজ্য সরকার ১৩২ কোটি টাকা ব্যয়ের কথা জানিয়েছে। পাশাপাশি, রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘভাতাও এদিন ৪ শতাংশ বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনভোগীরাও এই বর্ধিত হারে DA পাবেন। মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দিতেই এমন ঘোষণা।