State Corona Death: ফের বাড়ছে উদ্বেগ! নতুন বছরে করোনা আক্রান্তে প্রথম মৃত্যু রাজ্যে
Corona Death: ফের করোনা আক্রান্তের মৃত্যুর খবর মিলল রাজ্যে। নতুন বছরে করোনায় প্রথম মৃত্যু হল বেলেঘাটা আইডিতে।
সন্দীপ সরকার, কলকাতা: ফের ফিরে আসছে করোনা আতঙ্ক (Corona Scare)? রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু (Corona Death) হল। বাড়ছে উদ্বেগ।
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু
ফের করোনা আক্রান্তের মৃত্যুর খবর মিলল রাজ্যে। নতুন বছরে করোনায় প্রথম মৃত্যু হল বেলেঘাটা আইডিতে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ট্যাংরার বাসিন্দা গিরিশচন্দ্র দাসের। তিনি ট্যাংরা সেকেন্ড লেনের বাসিন্দা। ৫ জানুয়ারি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন গিরিশচন্দ্র দাস।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ কোভিড বুলেটিন (West Bengal Covid Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত (New covid cases) হয়েছেন ৫ জন। এখন রাজ্যের মোট কোভিড পজিটিভ (Corona Positive) সংখ্যা বেড়ে ২১ লক্ষ ১৮ হাজার ৬৭১। তবে এই সময়ে সুস্থও হয়ে উঠেছেন ৫ জন। সুস্থতার হার (recovery rate) ৯৮.৯৮ শতাংশ।
অন্যদিকে দিন কয়েক আগেই জানা যায়, করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মাঝেই রাজ্য সরকারের বাগবাজার ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মেয়াদ ফুরিয়েছে বা ফুরোতে চলেছে প্রায় ৮০ হাজার কোভ্যাক্সিন (COVID Vaccine) ডোজের (COVAXIN)। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, কোনও ডোজের মেয়াদ ফুরিয়েছে ডিসেম্বরেই। চলতি মাসেও বেশ কিছু ডোজের মেয়াদ উত্তীর্ণ হবে (Kolkata News)।
আরও পড়ুন: Mamata Banerjee: মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম, বিবেকানন্দেই আস্থা, জানালেন মমতা
ফের চোখ রাঙাচ্ছে করোনা। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-র হানায়, চিন-সহ বিভিন্ন দেশে ভয়ঙ্কর পরিস্থিতি। এরই মধ্য়ে, ইন্ডিয়ান সার্স-কোভিড-টু-জিনোমিক্স কনসোর্টিয়ামের রিপোর্টে জানা গেছে, আমেরিকায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি-র কারণে সংক্রমণের যে বাড়বাড়ন্ত সম্প্রতি দেখা গেছে, সেই একই সাব ভ্যারিয়েন্ট ভারতেও তার দাপট দেখাচ্ছে।