Governor : আচার্য নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করল রাজ্য, রাজভবনের সঙ্গে সংঘাত আরও চরমে
Vice Chancellor : সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে শিক্ষামহলে। এখন দেখার রাজভবন কী পদক্ষেপ করে ?
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : উপাচার্য নিয়োগ ঘিরে রাজভবনের (Raj Bhavan) সঙ্গে রাজ্য় সরকারের সংঘাত আরও চরমে। আচার্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের (Vice Chancellor) বেতন ও ভাতা বন্ধ করল উচ্চশিক্ষা দফতর। এখন দেখার রাজভবন কী পদক্ষেপ করে ?
১ জুন রাজ্যের ৮ টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। একই সঙ্গে সাপ্তাহিক রিপোর্ট দিয়েছেন এমন ৩ জন উপাচার্যের মেয়াদও বৃদ্ধি করেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ মানতে চাইছে না সরকার। উচ্চশিক্ষা দফতর আগেই দাবি করেছিল, এই নিয়োগ বেআইনি, বিধি বিরুদ্ধ।
সূত্রের খবর, কলকাতা, যাদবপুর, কল্য়াণী বিশ্ববিদ্য়ালয়-সহ যেসমস্ত বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে, সেখানকার রেজিস্ট্রারদের লেখা চিঠিতে বলা হয়েছে, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য। তা বেআইনি বলেই গণ্য় করছে রাজ্য। বৈধ নিয়োগপত্র না থাকায় অন্তর্বর্তীকালীন উপাচার্যদের উচ্চ শিক্ষা দফতর বেতন ও ভাতা দেবে না। আর সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে শিক্ষামহলে।
রাজ্য়ে বহু বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য পদ নিয়ে টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলছে। আচার্য নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যদের পদ প্রত্যাখ্য়ানের আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। কিন্তু রাজভবন সূত্রে বিবৃতি জারি করে বলা হয়, শিক্ষামন্ত্রী নিয়োগ প্রত্যাখ্যানের আবেদন জানালেও ১১ জন উপাচার্যই দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও একজন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করেন।
উপাচার্য নিয়োগ বিতর্ক এখন আদালতের বিচারাধীন। এই প্রেক্ষাপটে, উপাচার্যদের বেতন বন্ধ করে দেওয়ার উচ্চ শিক্ষা দফতরের সিদ্ধান্তে, রাজ্য- রাজ্য়পাল সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। উপাচার্য নিয়োগ (VC Appointment Controversy) বিতর্কে মুখ খুলে আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) বলেছিলেন, আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের
Education Loan Information:
Calculate Education Loan EMI