Vande Bharat Express: বাংলায় আরও একটি বন্দে ভারত, কোন রুটে চলবে সেই এক্সপ্রেস?
Indian Railway: রবিবার দেশজুড়ে ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রবিবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে রাজ্য। রবিবার দেশজুড়ে ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারই মধ্যে রয়েছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস আরও আধুনিক হতে চলেছে। যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়াতে যোগ করা হচ্ছে নতুন ২৫টি বৈশিষ্ট্য।
এটি রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। এর আগে রাজ্যে চলেছে হাওড়া-এনজেপি বন্দে ভারত, হাওড়া-পুরী বন্দে ভারত, এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত। তারপরেই এটি হতে চলেছে। রবিবার প্রধানমন্ত্রী ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস একসঙ্গে চালু করতে চলেছে, তারই মধ্য়ে একটি হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
ইদানিং যে বন্দে ভারত এক্সপ্রেসগুলি চলছিল, সেগুলির যাত্রীদের থেকে প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। ওই এক্সপ্রেসগুলিতে কী কী সমস্যা হয়েছে, কী কী ভাল করা উচিত সেই সংক্রান্ত তথ্য নেওয়া হয় যাত্রীদের থেকে।
কী কী পরিবর্তন হবে?
নতুন বন্দে ভারত এক্সপ্রেসে সিট হেলানোর পদ্ধতি, রঙের পরিবর্তন করা হচ্ছে। ট্রেনে আলোর ব্যবস্থা বাড়ানো হচ্ছে। খবরের কাগজ রাখার জায়গা করা হচ্ছে।
আরও পড়ুন: হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে হাতে নিয়োগপত্র অনামিকার