WB News Live : সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিল সিপিএম
West Bengal News : জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর
LIVE

Background
WB News Live Updates : রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল
রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে গিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত থাকবে অসম, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্ব।
WB News Live : সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিল সিপিএম
সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিল সিপিএম। তৃণমূলের 'জন গর্জন' সমাবেশের পরের দিনই সন্দেশখালিতে মিছিল ও সমাবেশ করবে সিপিএম। সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে সমাবেশের আয়োজন করা হয়েছে।
WB News Live Updates : নারী দিবসে খড়্গপুরের হিজলি স্টেশনের পুরো কাজকর্ম পরিচালনায় মহিলা কর্মীরা
নারী দিবসে অভিনব উদ্যোগ । আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মহিলাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেল। শুক্রবার খড়্গপুরের হিজলি স্টেশনের পুরো কাজকর্ম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মহিলা কর্মীদের।
WB News Live : আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস
আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস। চলতি বছর থেকেই একাদশে সেমিস্টার পদ্ধতি চালুর ঘোষণা উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের। একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সেমিস্টার। তবে আর হবে না উচ্চমাধ্যমিকের টেস্ট।
WB News Live Updates : শান্তিনিকেতনে মিষ্টির দোকান থেকে দইবড়া খেয়ে অসুস্থ কমপক্ষে ২৫ !
দইবড়া খেয়ে অসুস্থ কমপক্ষে ২৫ জন। একই মিষ্টির দোকান থেকেই সবাই খেয়েছিলেন বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুরের (Bolpur) শান্তিনিকেতনে। অসুস্থদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি। কেউ আবার বাড়িতেই চিকিৎসাধীন। এমনকি, খোদ ফুট সেফটি অফিসার এই দোকানের দইবড়া খেয়ে অসুস্থ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
