West Bengal News Live Updates: জগদ্দলের পর ভাটপাড়া, জনবহুল এলাকায় বোমাবাজি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE

Background
কলকাতা: শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে (Severe Cyclone) পরিণত হল ‘অশনি’ (Ashani)। বিশাখাপত্তম থেকে ৮১০ কিলোমিটার ও পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ‘অশনি’। জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা। উপকূলের জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
অশনি-আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল। ১০, ১১ ও ১২ মে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। পরিবর্তে যাবেন ১৭, ১৮ ও ১৯ মে। অশনির প্রস্তুতি নিতে হবে প্রশাসনকে, তাই সফরসূচি বদল মমতার।
তারের জটলার মধ্যে থাকা বিদ্যুতের খুঁটিতে আগুন। রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঁথিতে। দমকল ও সিইএসসি-র কর্মীরা এসে আগুন নেভান। কেউ আহত হননি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান।
কাটমানি নিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য ফোনে হুমকি। দলের নেতাকেই শাসানি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। ভাইরাল অডিও ঘিরে বিতর্ক বীরভূমের মুরারইয়ে। দুই নেতাই সুর চড়িয়েছেন একে অপরের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। ভূবনেশ্বরের হোটেল থেকে ২ জনকে পাকড়াও করে পুলিশ। কী কারণে খুন? কোথা থেকেই বা অস্ত্র পেল খুনে অভিযুক্ত মানোয়ার? উত্তর খুঁজছে পুলিশ।
রবিবার, ছুটির দিনে গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী। আর তাঁকে সামনে পেয়েই অভাব অভিযোগের কথা জানালেন বনগাঁর গঙ্গানন্দপুর এলাকার বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বুলুচিক বরাইক। এনিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
কার্যত ধরাছোঁয়ার বাইরে চন্দ্রমুখী আলু। কলকাতার বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। পিছু নিয়ে জ্যোতি আলুর দাম পৌঁছেছে ৩০ টাকায়। কয়েকদিনের মধ্যে দাম কমবে বলে আশ্বাস দিয়েছে টাস্কফোর্স।
West Bengal News Live Updates: রুবি মোড়ের নাম বদলে রবি মোড় করার প্রস্তাব
রুবি মোড়ের নাম বদলে রবি মোড় করার প্রস্তাব। রবীন্দ্রনাথের মূর্তি উদ্বোধনের পরে রবি মোড় করার প্রস্তাব। কমিটির কাছে বিষয়টি তুলে ধরার আশ্বাস মেয়রের।
WB News Live: ফের বোমাবাজি ভাটপাড়ায়
জগদ্দলের পর ভাটপাড়া, জনবহুল এলাকায় বোমাবাজি। ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ডে বোমাবাজি, ৫ পথচারী আহত। আহত ৫জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গণ্ডগোলের জেরে ২টি বোমা ছুড়ে দুষ্কৃতীরা চম্পট
West Bengal News Live Updates: ১২০ টাকার জিনিস পাল্টে না দেওয়ায় ৭০০০ টাকা জরিমানা
ড্রিলিং মেশিন নিয়ে সমস্যার জের। ১২০ টাকার স্ক্রু ড্রাইভারের ড্রিল পাল্টে না দেওয়ায় দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেদিনীপুরের বাসিন্দা। সেই মামলায় ক্ষতিপূরণ বাবদ ৫০০০ টাকা এবং মোকদ্দমার খরচ বাবদ ২০০০ টাকা মিলিয়ে মোট ৭০০০ টাকা ছয় সপ্তাহের মধ্যে ক্রেতাকে দেওয়ার জন্য আদেশ দিয়েছে আদালত।
WB News Live: ডিওয়াইএফআইয়ের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি সব্যসাচী চক্রবর্তী
১২ মে থেকে শুরু হতে চলেছে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। সর্বভারতীয় সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি সব্যসাচী চক্রবর্তী।
West Bengal News Live Updates: 'বামপন্থী ছিলাম, আছি, থাকব', বললেন অভিনেতা
‘শূন্য পাওয়া মানেই বামেরা ঘুরে দাঁড়াতে পারবে না, এমন নয়। আমি বামপন্থী ছিলাম, আছি, থাকব।' ডিওয়াইএফআইয়ের সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
